Realme launches Realme 13 Pro 5G with 50MP OIS Camera and many more features

12GB RAM ও 50MP ক্যামেরা! এককথায় বাজার কাঁপানো 5G স্মার্টফোন লঞ্চ করল Realme

নিউজশর্ট ডেস্কঃ গতমাসেই প্রকাশিত হয়েছে বাজেট ২০২৪। আর বাজেটের পর মোবাইল ফোনের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। তাই যারা এমাসে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য একেবারে উপযুক্ত সময়। তাছাড়া সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে এক এমন স্মার্টফোন Realme 13 Pro 5G যেটা মাত্র ২৬,৯৯৯ টাকাতেই চোখ ধাঁধানো সমস্ত ফিচার্স দিচ্ছে।

বর্তমানে 4G এর যুগ পেরিয়ে গিয়েছে, বাজারে এসেছে 5G স্পীডের হাইস্পীড ইন্টারনেট। তাই অনেকেই ফাইভজির সুবিধা নেওয়ার জন্য পুরোনো স্মার্টফোন আপগ্রেড করতে চাইছেন। আপনিও যদি বাজেটের মধ্যে একটা ভালো 5G স্মার্টফোন খোঁজেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য। Realme কোম্পানি একটি নতুন ফাইভ জি ফোন রিলিজ করেছে যার সম্পর্কে আজ বিস্তারিত জানাবো।

Realme 13 5G স্মার্টফোনের ফিচার্স

নতুন এই ফোনটিতে 8GB থেকে শুরু করে 12GB পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। একইসাথে নূন্যতম 128GB স্টোরেজ ও সর্বোচ্চ 512GB স্টোরেজ পাওয়া যাবে। সাথে থাকবে স্ন্যাপড্রাগন 7s সেকেন্ড জেনারেশনের 5G চিপসেট। ফোনটিতে দুটি র‍্যাম অপটিও ও তিনটি স্টোরেজ অপশন পাওয়া যাবে। আপনার পছন্দ মত 8/12 GB র‍্যাম ও 128/256/512 GB স্টোরেজ যেটা খুশি কিনতে পারেন। তবে র‍্যাম স্টোরেজের উপর ভিত্তি করে দাম পরিবর্তিত হবে।

Realme Launches Realme 13 Pro 5G

ডুয়াল 5G সাপোর্টেট এই ফোনটিতে 5200mAh এর দমদার ব্যাটারি থাকবে। যেটা সারাদিন ফোনটিকে চালু রাখবে। একইসাথে 45 ওয়াটার Supervooc চার্জার থাকবে।  যা দিয়ে মাত্র ৩৫ মিনিটেই ফোনটিকে ফুল চার্জ দিয়ে নেওয়া যাবে।

Realme 13 Pro এর ডিসপ্লে ও ক্যামেরা

Realme 13 Pro সিরিজের ফোনে ৯৩% স্ক্রিন রেশিওর সাথে ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে। যেটা ফুল এইচডি ও 120হার্জের ডিসপ্লে হবে। একই এতে এই ডিসপ্লের ব্রাইটনেস ৬০০ নিটস থেকে শুরু করে ২০০০ নিটস পর্যন্ত যেতে পারে।

ফোনটির পিছনে ৫০ মেগা পিক্সেলের সোনি লেন্স থাকবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ। এর ফলে ভিডিও রেকর্ডিংয়ের সময় কোনোরকম ঝাকুনি হল সেটা ভিডিওতে প্রভাব ফেলতে পারবেন না। একইসাথে ৮ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাও থাকবে। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা হিসাবে থাকছে সোনির ৩২ মেগা পিক্সেলের ক্যামেরা। ফোনটি 1080pতে 60FPS ও 4Kতে 30FPS এর রেকর্ডিং করতে পারবে।

আপনি যদি ফোনটির 8/128GB ভার্সনটি কিনতে চান এথলে ২৬,৯৯৯ টাকা দাম পড়বে। যদি 8/256 GB ভার্সান টি কিনতে চান তাহলে ২৮,৯৯৯ টাকা ও যদি সবচেয়ে দামি 12/512GB ভার্সনটি কিনতে চান তাহলে ৩১,৯৯৯ টাকা দাম পড়বে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X