Anwesha Hazra new bengali serial anondi

নায়িকা উধাও! ‘আনন্দী’ সিরিয়ালে কেন দেখা নেই অন্বেষার? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

পার্থ মান্নাঃ বাঙালির প্রতিদিনের বিনোদন মানেই টেলিভিশনের পর্দায় সিরিয়াল। ষ্টার জলসা হোক বা জি বাংলা দুই চ্যানেলেই একাধিক ভিন্ন ধারার গল্প সম্প্রচারিত হয়। তবে আজকাল কোন মেগা কঠিন চলবে সেটা বলা বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কারণ টিআরপি না থাকলে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয় যাচ্ছে ধারাবাহিকগুলো। এমন একাধিক উদাহরণ বিগত কয়েকমাসেই মিলেছে। আর এবার নতুন মেগা ‘আনন্দী’কে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শকদের মনে।

আনন্দী ধারাবাহিকে দেখা মিলছে না অন্বেষার

‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। তাই সেটা শেষ হওয়ার পর কবে কামব্যাক করবেন তার জন্য রীতিমত অপেক্ষায় ছিলেন সকলেই। এরপর কিচুদিন আগেই শুরু হয়েছে ঋত্বিক মুখার্জী ও অন্বেষার জুটিতে ‘আনন্দী’। যেখানে হাসিখুশি প্রাণবন্ত এক নার্সের ভূমিকায় আছেন অন্বেষা। অন্যদিকে খিটখিটে স্বভাবের ডাক্তারের চরিত্রে ঋত্বিক।

শুরু থেকেই দুজনের কেমিস্ট্রি বেশ চোখে পড়ার মত। তবে বর্তমানে সিরিয়ালে মূল নায়িকা অন্বেষারই দেখা পাওয়া যাচ্ছে না। তবে কি ধারাবাহিক ছেড়ে দিলেন তিনি? বদলে যাবে নায়িকার মুখ? এমনই সমস্ত প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। তাই এবার সকলের কৌতূহল মেটাতে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।

মুখ খুললেন অন্বেষা হাজরা

আসলে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। একইসাথে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দকেহা যাচ্ছে সেলাইন চলছে তাঁর।

ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘দিনটি ও টাইফয়েডের কারণে আমি এখন নার্সিং হোম ভর্তি। শেষ ১১ই নভেম্বর শুটিং করেছিলাম তাও গায়ে জ্বর নিয়েই। অ্যান্টিবায়োটিক চলার পরেও টেম্পারেচার না কমায় নার্সিং হোমে ভর্তি হই। এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছি। আশা করছি সামনের সপ্তাহ থেকেই আপনাদের সাথে দেখা হবে’। এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। যা দেখার পর একদিক থেকে যেমন দর্শকদের মাথা থেকে চিন্তা দূর হয়েছে তেমনি সকলে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X