নিউজশর্ট ডেস্ক: ফের বাড়তে পারে মোবাইলে প্রিপেইড প্ল্যানের(Recharge Plan) খরচ। অন্তত এমনটাই ইঙ্গিত দিয়েছে ভারতী এয়ারটেল। ভোটের পরেই এই সংস্থা চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ। তাই আগামী দিনে কিছু খরচ কমানোর জন্য এয়ারটেলের গ্রাহকরা কিংবা জিও, ভোডাফোন-আইডিআর সমস্ত গ্রাহকেরাই এক বছরের কিছু রিচার্জ প্ল্যান দেখে রাখতে পারেন।
যেখানে দৈনিক ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস-এর সুবিধা রয়েছে। এই রিচার্জ প্ল্যান যদি করে নিতে পারেন তাহলে আগামী এক বছর আর রিচার্জের ঝুঁকি বহন করতে হবে না। চলুন তাহলে এই রিচার্জ প্ল্যানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Airtel-এর ৩,৩৫৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি পুরো ৩৬৫ দিন। এই প্ল্যানে রোজ ২.৫ জিবি ডেটা মিলবে। এর সাথে প্রত্যেকদিন ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং পেয়ে যাবেন। এর সাথে এই প্ল্যানে এক বছরের জন্য Disney Hotstar, অ্যাপেলো ২৪*৭ সাবস্ক্রিপশন এবং ফ্রি হ্যালো টিউন পেয়ে যাবেন। এই প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে ৩,৩৫৯ টাকা।
Airtel-এর ১,৭৯৯ টাকার প্ল্যান:
আনলিমিটেড কলিং পেয়ে যাবেন। এর সাথে ৩৬০০টি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানে মোট ২৪ জিবি ডেটা পাওয়া যাবে। যাদের অল্প ডেটার প্রয়োজন হয় তাদের জন্য এই প্ল্যান উপযুক্ত। এই প্ল্যানের সঙ্গে কোন ওটিটি সাবস্ক্রিপশন মিলবে না। শুধুমাত্র তিন মাসের জন্য Wynk মিউজিক পাওয়া যাবে।
জিও ৩,২২৭ টাকার প্ল্যান:
এই প্লানের ভ্যালিডিটি রয়েছে ৩৬৫ দিন। এতে করে রোজ ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস, আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ৫জি ডাটা মিলবে। এই প্ল্যানের সঙ্গে জিও সিনেমা, amazon prime পাওয়া যাবে।
এছাড়া জিওর ২,৯৯৯ টাকা, ৩,১৭৮ টাকা, ৩,২২৫ টাকা, ৩,২২৬ টাকা, ৩,৬৬২ টাকার প্ল্যান আছে।
ভোডাফোন আইডিয়ার একবছরের রিচার্জ প্ল্যান গুলির জন্য খরচ করতে হবে ,১,৭৯৯ টাকা, ২,৮৯৯ টাকা, ২,৯৯৯ টাকা ৩,০৯৯ টাকা।