মাত্র ৮১ টাকায় আনলিমিটেড কলিং এবং ২৪ জিবি ডেটা! ধামাকাদার প্ল্যান লঞ্চ Jio-র

নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের মন জয় করতে প্রায়ই নিত্যনতুন অফার নিয়ে আসে রিলায়েন্স জিও(Jio)। সস্তায় ভালো রিচার্জ প্ল্যানের জন্যেই এই সংস্থার গ্রাহক সংখ্যা এত বেশি রয়েছে। অন্যান্য টেলিকম সংস্থা বিএসএনএল(BSNL), ভোডাফোন-আইডিয়া(VI) কিংবা এয়ারটেল(Airtel) সকলকে টক্কর দিয়ে টপে রয়েছে মুকেশ আম্বানির(Mukesh Ambani) রিলায়েন্স জিও। আজকের এই প্রতিবেদনে এমনই একটি রিচার্জ প্ল্যান(Recharge Plan) সম্পর্কে আলোচনা করব, যেটি আপনি প্রায় এক বছর ব্যবহার করতে পারবেন।

জিও-র নতুন রিচার্জ প্ল্যান: এই প্ল্যান রিচার্জ করলে বৈধতা থাকবে ৩৩৬ দিন পর্যন্ত। অর্থাৎ ২৮ দিন করে যে রিচার্জের প্ল্যান থাকে সেটিকে একবারে হিসাব করলে ৩৩৬ দিন মেয়াদ থাকবে। এই প্ল্যানের ক্ষেত্রে আপনি খরচ অনেকটাই বাঁচাতে পারবেন। এই প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে ৮৯৫ টাকা কিন্তু প্রত্যেক মাসে হিসাবে দেখলে সেই খরচ গিয়ে দাঁড়ায় মাত্র ৮১ টাকা।

এই প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকেরা আনলিমিটেড ভয়েস কল পাবেন। এছাড়া প্রথম ২৮ দিন ৫০ টি এসএমএস ফ্রিতে পাবেন। এর পাশাপাশি মোট ২৪ জিবি হাইস্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আপনি ২৮ দিনে ২ জিবি ডাটা ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: Jio-র পয়সা উসুল প্ল্যান, যত খুশি মিলবে ইন্টারনেট, সঙ্গে ফ্রি একগুচ্ছ OTT প্ল্যাটফর্ম

এটি মূলত সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ইন্টারনেট খুব কম ব্যবহার করেন এবং দুটো সিম ব্যবহার করে থাকেন। বাড়ির বয়স্ক ব্যক্তিদের যাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না কিন্তু আনলিমিটেড ভয়েস কল খুব প্রয়োজন তাদের ক্ষেত্রে এই প্ল্যান বেশ কার্যকরী। এর পাশাপাশি যতটা ইন্টারনেট দেওয়া হয় সেটাও কাজে লাগানো যায়।

Papiya Paul

X