রিলায়েন্স জিও,Reliance Jio,জিও ফাইবার,Jio Fiber,ব্রডব্যান্ড কানেকশন,Broadband Connection,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Jio: Jio-র এই ৫৯৯ টাকার প্ল্যানের সামনে ‘জিরো’ Airtel-VI, অফার শুনলে রিচার্জ করবেন আজই

নিউজ শর্ট ডেস্ক: ভারতের  বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও-র (Reliance Jio)  জিও ফাইবার (Jio Fiber) ব্রডব্যান্ড কানেকশন (Broadband Connection) ইতিমধ্যেই সারা দেশে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এখন প্রায় সারা ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিও ফাইবারের কানেকশন। আর জিও-র মূল ইউএসপি হল এরা খুবই কম দামে হাই স্পিড ব্রডব্যান্ড রিচার্জ প্ল্যান (Recharge Plan) অফার করে  থাকে।

সাশ্রয়ী মূল্যে জিও-র এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে  যা কম দামে আনলিমিটেড ইন্টারনেট সহ ১৩ ওটিটি  প্লাটফর্মে বিনামূল্যে সাবস্ক্রিপশন সহ ফ্রি কলিংয়ের সুবিধা দিয়ে থাকে।

জিও-র এই  পোস্টপেড ফাইবার প্ল্যানে ব্যবহারকারীরা একগুচ্ছ ওটিটি প্লাটফর্মের  সুবিধাসহ  একটি সেট টপ বক্স পান যা কোন অতিরিক্ত খরচ ছাড়াই ৫৫০ টি টিভি চ্যানেলের দেখার সুযোগ দিয়ে থাকে। আসুন তাহলে দুর্দান্ত এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানা যাক।

Jio

জিও-র ৫৯৯ টাকার ফাইবার পোস্টপেড প্ল্যানের সুবিধা:

জিও ফাইবারের ৫৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটিতে ৩০ এমবিপিএস ইন্টারনেট স্পিড  সহ লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা তো আছেই সেই সাথে রয়েছে  বিনামূল্যে ১৩ টি ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ। ব্যবহারকারীরা এই রিচার্জ প্ল্যানে  আনলিমিটেড ডেটা সহ ৩.৩ T.B পর্যন্ত হাই স্পিড ইন্টারনেট পেয়ে থাকেন।

এই প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধাও পাবেন।  সেই সাথে পাবেন ৫০০ টিরও বেশি টিভি চ্যানেল থেকে লাইভ টিভি দেখার সুযোগ।

আরও পড়ুন: কম দামে এত কিছু! আকর্ষণীয় দামে Vivo- র এই নতুন ফোনের ফিচার্স শুনলে ঘুরবে মাথা

রিলায়েন্স জিও,Reliance Jio,জিও ফাইবার,Jio Fiber,ব্রডব্যান্ড কানেকশন,Broadband Connection,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জিওর এই দুর্দান্ত রিচার্জ প্ল্যানে সনি প্লাস হটস্টার,সনি এল আই ভি, জিও সিনেমা, জি ফাইভ, সান এনএক্সটি, হইচই, ডিসকভারি প্লাস, এএলটি বালাজি, এরোস নাও, লায়ন্স গেট প্লে,সিমারোমি,ডকুবে  এবং এপিকনের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়।  এখানে বলে রাখি জিওর এই ব্রডব্যান্ড প্লানের দামের মধ্যে জিএসটি প্ল্যান  অন্তর্ভুক্ত নয়। এক্ষেত্রে গ্রাহকদের আলাদাভাবে আঠারো শতাংশ জিএসটি দিতে হয়।

Avatar

anita

X