Papiya Paul

ধুঁকছে দেশের অর্থনীতি, কর্পোরেশন ব্যাংক খুললে সব শেষ হয়ে যাবে’ বললেন প্রাক্তন RBI গভর্নর

মন্দার কবলে রয়েছে ভারতের অর্থনীতি। দিন দিন যেভাবে দেশের আর্থিক পরিকাঠামো দুর্বল হয়ে পড়ছে তা দেখে উদ্বিগ্ন আর বি আই গভর্নর রঘুনাথ। এছাড়াও তিনি বলেন,’ কর্পোরেট সংস্থাগুলিকে এখন কেন ব্যাংক খুলতে দেওয়ার প্রস্তাব আনা হলো! যেসব সংস্থার ঘাড়ে বিপুল ঋণের বোঝা ও রাজনৈতিক প্রভাব রয়েছে তারা ফের লাইসেন্স পেতে ঝাঁপিয়ে পড়বে। তৈরি হবে স্বার্থের লড়াই। তারা নিজেরাই ব্যাংক চালালে নজরদারি ছাড়াই টাকা হাতে পেয়ে যাবে।তছনছ হয়ে যাবে সবকিছু।’