এ পৃথিবীতে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা মানুষকে হতবাক হতে বাধ্য করে। ২০২১-এ ও বিশ্বের বিভিন্ন জায়গায় নানা আশ্চর্যকর ঘটনার সাক্ষী হয়েছেন মানুষেরা। এবারেও সেরকম আশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছে আমেরিকার টেক্সাসের টেক্সারকানা শহরের বাসিন্দারা। ঠিক কী ঘটেছিল ওখানে? আকাশ থেকে বৃষ্টি হওয়া তো স্বাভাবিক ঘটনা। প্রত্যেক জায়গাতেই বৃষ্টি হয়।
কিন্তু কখনো কি শুনেছেন বা দেখেছেন? বৃষ্টির সময় আকাশ থেকে পড়ছে মাছ, সঙ্গে ছোট ব্যাঙ ও কাঁকড়াও। হ্যাঁ, এই ঘটনাটি সত্যি। গত ৩০ ডিসেম্বর, বুধবার বিকেল সাড়ে ৪টা নাগাদ টেক্সারকানা শহরের বাসিন্দারা ঝড়বৃষ্টি হবার সময় বিকট শব্দের আওয়াজ শুনতে পান। বাইরে এসে দেখতে পান আকাশ থেকে পড়ছে শ’য়ে শ’য়ে মাছ। শুধু মাছ নয়, এর সাথে আছে ছোট ব্যাঙ ও ছোট ছোট কাঁকড়াও।
ফেসবুকে তারা এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। আর এই ঘটনার পুরো বিবৃতি দিয়ে তারা লিখেছেন, “২০২১ তার ঝুলি থেকে যে সমস্ত কৌশল বের করেছে, তার মধ্যে মৎস্যবৃষ্টি অন্যতম। এই বৃষ্টি তখনই হয়, যখন কোনও জলাশয়ের উপরে থাকা ছোট ছোট প্রাণীগুলি ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের ওপরে উঠে যায় এবং সেগুলো পরে বৃষ্টির আকারে বৃষ্টিতে পড়তে শুরু করে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। টেক্সারকানা শহরের বহু বাসিন্দা আজ এই ঘটনার সাক্ষী থেকেছেন।” এই ঘটনা নিজের চোখে দেখতে পেয়ে অবাক হয়েছেন ওই শহরের বাসিন্দারা।