LIC New Scheme

LIC New Scheme: প্রতি মাসে পাবেন ২৬ হাজার টাকা, LIC-র এই নতুন স্কিমে ইনভেস্টে থাকবেন শান্তিতে

নিউজশর্ট ডেস্কঃ প্রতিটি মানুষই ভবিষ্যতে নিরাপদে থাকার জন্য সঞ্চয় করেন। সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাংকিং বা পোস্ট অফিসের সঞ্চয়ের পাশাপাশিও নানা জায়গায় অর্থ বিনিয়োগ করে নিজের অর্থের ভান্ডার বৃদ্ধি করা যেতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই বিচার বিবেচনা করে বিনিয়োগ করা উচিত। সাধারণ মানুষের বিনিয়োগের(Investment) ক্ষেত্রে ব্যাংক এবং পোস্ট অফিসের পর এলআইসির(LIC) ওপর আস্থা অনেক বেশি।

তাই অবসর গ্রহণের পর যাতে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। সেই জন্য অনেকেই এলআইসি বিভিন্ন স্কিমে অর্থ বিনিয়োগ করে থাকেন। এলআইসির জীবন শান্তি স্কিম আপনার জন্য এমন একটি ভাল বিকল্প হতে পারে। সবসময় মনে রাখবেন আপনি যদি সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করেন। তবে আরো ভালো রিটার্ন পেতে পারেন। এখানে একবার আপনি বিনিয়োগ করতে পারেন এবং পেনশনের সুবিধা গ্রহণ করতে পারেন। আপনি চাইলে খুব তাড়াতাড়ি পেনশন নিতে পারেন। কিংবা পরেও নিতে পারেন।

চলুন তাহলে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানো যাক। এই প্লানে আপনি জীবন বীমার সুবিধা পাবেন। আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য এই প্ল্যান একেবারেই উপযুক্ত। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করতে পারেন। যেহেতু এই স্কিমে কোন সর্বোচ্চ সীমা নেই। তবে মনে রাখবেন এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হলো ১.৫ লাখ টাকা।

LIC

আরও পড়ুন: Investment: ২০০ টাকা বিনিয়োগে মিলবে ২৮ লাখ! LIC-র এই স্কিম হাতছাড়া করবেন না

জীবন শান্তি স্কিম সম্পর্কে বিস্তারিত:
এটি একটি সিঙ্গেল প্রিমিয়াম স্কিম। আপনি একবারে টাকা পরিশোধ করে এই স্কিমের সুবিধা পেতে পারেন। এর বিনিময়ে এলআইসি আপনাকে সারাজীবন একটি নির্দিষ্ট ব্যবধানে নিয়মিত অর্থ প্রদান করতে থাকবে। এখানে আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক কিস্তিতে অর্থ গ্রহণ করতে পারেন। এই স্কিমে আপনি দু’খানা বিকল্প পেয়ে যাবেন। প্রথমটি হল তাৎক্ষণিক বার্ষিক অর্থ প্রদান এবং দ্বিতীয়টি হল বিলম্বিত বার্ষিক অর্থ প্রদান।

অর্থাৎ তাৎক্ষণিক বার্ষিক অর্থ প্রদানের ক্ষেত্রে আপনি দ্রুত অর্থপেতে শুরু করবেন। আপনি যদি সিঙ্গেল পেমেন্ট প্রদানের মাধ্যমে এই প্ল্যানটি কিনে থাকেন। তাহলে নির্বাচিত অর্থপ্রদানের মেয়াদ অনুযায়ী অর্থ পাবেন। এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারে অথবা এলআইসি যে কোন শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন।

কি কি নিয়ম আছে?
এই স্কিমে আপনি ৫, ১০, ১৫ বা ২০ বছর পরে পেনশন শুরু করতে পারেন। যে এই পলিসি গ্রহণ করছেন তার বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। আর এই প্রকল্পের জন্য কমপক্ষে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা প্রয়োজন। তবে এখানে বিনিয়োগের সর্বোচ্চ কোন সীমা নেই।

LIC

কিভাবে পেনশন পাবেন?
এখানে যদি কোন ব্যক্তি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ২০ বছরের জন্য এই বিনিয়োগ করে থাকেন। তাহলে প্রত্যেক মাসে ২৬ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। আর আপনি যদি মাসের বদলে বছরে নিতে চান তাহলে প্রায় ৩.১২ লক্ষ টাকা মিলবে। এই স্কিমে ডেথ বেনিফিটারের সুবিধা আছে। বিনিয়োগকারীর মৃত্যু হলে তার পরিবার ও নমিনি অন্যান্য সুবিধাসহ পেনশন পেয়ে যাবে।

Papiya Paul

X