আর কয়েক মাসের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।
রিকি পন্টিং এর মতে এই মুহূর্তে ভারতীয় দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটে রয়েছে। আর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সবাইকে একসঙ্গে দলে রাখা সম্ভব নয় ভারতের পক্ষে। সেই কারণে একাধিক প্রতিভাবান ক্রিকেটারকে বসতে হতে পারে বলে মনে করেন রিকি পন্টিং।
উইকেটরক্ষক হিসেবে পন্টিংয়ের পছন্দ ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক। শুধু পন্থ এবং কার্তিক নন, পন্টিং ভারতের মিডল অর্ডারে চান হার্দিক পাণ্ড্যকেও। এছাড়াও সূর্য কুমার যাদবকেও এই ব্যাটিং লাইন আপে রাখছে রিকি পন্টিং। এক্ষেত্রে ঈশান কৃষাণ এবং শ্রেয়স আইয়ারের মতো বড় ক্রিকেটারদের বসতে হতে পারে বলে মনে করছে পন্টিং।