এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়। তবে বিশ্বকাপের আগে দল গঠন নিয়ে চিন্তা ভাবনায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে রিকি পন্টিং জানিয়ে দিলেন, তিনি দলের দায়িত্বে থাকলে একজনকে বিশ্বকাপের দলে অবশ্যই নিতেন। এমন একজন ক্রিকেটার, যিনি আইপিএলে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক পন্টিং মনে করেন, টিম ডেভিডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে তিনি বলেছেন, “আমি নির্বাচক হলে ওকে দলে নিতাম। ম্যাচ জেতানোর জন্য আদর্শ ক্রিকেটার ও। এমন একজন যে দেশকে বিশ্বকাপ জেতাতে পারে। ও মোটেই গড়পড়তা ক্রিকেটারদের মতো নয় যে হঠাৎ করেই দলে এসে পড়বে।”
এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে ২০০-র বেশি স্ট্রাইক রেট রয়েছে তাঁর। মুম্বাই দল হিসাবে ভালো পারফরম্যান্স করতে না পারলেও এই তরুণ ক্রিকেটারের পারফরমেন্স নজর কাড়ে সকলের। আর সেই কারণে বিশ্বকাপে টিম ডেভিডকে দলে নেওয়ার দাবি জানালেন রিকি পন্টিং।