Arijit

উইকেটের পিছনে দুরন্ত পন্থ! একসঙ্গে ভেঙে দিলেন ধোনি-ঋদ্ধির রেকর্ড

সেঞ্চুরিয়ানে তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিংয়ে ধ্বস নামে ভারতের। তবে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বল হাতে জ্বলে ওঠেন মহম্মদ সামি। পাঁচটি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের কোমর ভেঙ্গে দেন মহম্মদ সামি। সেই সঙ্গে সামি ঢুকে পড়েন টেস্টে 200 উইকেটের ক্লাবে। পঞ্চম ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন সামি। একদিকে যখন উইকেটের সামনে মহম্মদ সামি একের পর এক রেকর্ড করে যাচ্ছেন তখন উইকেটের পেছনে দাঁড়িয়ে এক বিরাট রেকর্ড করে ফেললেন তরুণ ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পন্থ।

   

মাত্র 26 টি টেস্ট ম্যাচ খেলে উইকেটের পিছনে দাঁড়িয়ে 100 টি শিকার হয়ে গেল মহম্মদ সামির। সেই সঙ্গে সামি টপকে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ঋদ্ধিমান সাহাকে।

টেস্টে ক্রিকেটে উইকেট এর পিছনে দাঁড়িয়ে 100 টি শিকার করতে ধোনি এবং ঋদ্ধিমান সাহার সময় লেগেছিল 36 টি টেস্ট ম্যাচ। অপরদিকে পন্থ মাত্র 26 টি টেস্ট ম্যাচ খেলেই এই মাইলফলক স্পর্শ করে ফেললেন। সেই সঙ্গে ধোনি এবং ঋদ্ধিমান সাহাকে টপকে এক অনন্য নজির গড়লেন ঋষভ পন্থ।

100 টি টেস্ট উইকেটের মাইলফলক থেকে মাত্র তিন উইকেট দূরে ছিলেন ঋষভ পন্থ। বক্সিং ডে টেস্ট এর তৃতীয় দিনে 4 টি উইকেট নিয়ে 100 টি উইকেটের মাইলফলক ছুয়ে ফেললেন ঋষভ পন্থ।