Arijit

ফের একহাতে ছক্কা মেরে ভারতকে সিরিজ জেতালেন ঋষভ পন্থ, দেখুন অদ্ভুত শটের ভিডিও

আধুনিক ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানদের দেখা যায় প্রায়ই নিত্য নতুন শট খেলতে। বর্তমানে প্রতিভাবান ব্যাটসম্যানরা প্রায় প্রত্যেক ম্যাচেই নিত্যনতুন শটের আবিষ্কার করছে। যেমন ক্যারিয়ারের শুরুর দিকে হেলিকপ্টার শট আবিষ্কার করেছিলেন মহেন্দ্র সিং ধোনি, এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েলকে দেখা যায় নিখুঁত রিভার্স সুইপ খেলতে। এবার আরও একটি নতুন শট আবিস্কার করলেন ভারতের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ।

   

যত দিন যাচ্ছে ততই এক হাতে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে বেশ পারদর্শী হয়ে উঠছেন ঋষভ পন্থ। বেশ কয়েক বছর ধরে এই ধরনের শট খেলতে দেখা যাচ্ছে পন্থকে। যা মন জিতে নিয়েছে দর্শকদের।

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক এক হাতে ছক্কা মারতে দেখা গিয়েছিল ঋষভ পন্থ। এছাড়া টেস্ট ফরম্যাট হোক কিংবা ওয়ানডে মাঝের মধ্যেই পন্থকে দেখা যায় এক হাতে ছক্কা মারতে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের এক হাতে ছক্কা মারলেন পন্থ। রাঁচিতে ভারতের ইনিংসের 17.2 বলে এক হাতে দুর্দান্ত ছক্কা মেরে ভারতকে ম্যাচ জেতানোর পাশাপাশি সিরিজ জেতালেন ঋষভ পন্থ।