Arijit

নিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেও হারের দায় স্পিনারদের ওপর চাপালেন ঋষভ পন্থ

রবিবার উড়িষ্যার কটক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘণ্টা বাজিয়ে ম্যাচের শুরু ঘোষণা করলেন। উপস্থিত ছিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দীর্ঘদিন পর কটকে ম্যাচ হওয়ায় অনেক দর্শকও উপস্থিত হয়েছিলেন খেলা দেখতে। সকলেই এসেছিলেন ভারতের জয় দেখতে। কিন্তু ভারতের হার দেখে তাদের বাড়ি ফিরতে হল।

   

এইদিন প্ৰথমে ব্যাটিং করে মাত্র 148 রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এইদিন শুরুতে তিন উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল ভুবনেশ্বর কুমার কিন্তু অন্যান্য বোলাররা ব্যর্থ হয়।

এইদিন ম্যাচ শেষে হারের সমস্ত দায় দলের স্পিনারদের উপর চাপিয়ে দিলেন অধিনায়ক ঋষভ পন্থ। ম্যাচে হারের দায় শুধুমাত্র স্পিনারদের উপর দিলেই হবে না হারের দায় ব্যাটসম্যানদেরও বটে। কারণ এই দিন ঈশান কিশান এবং শ্রেয়স আইআর ছাড়া আর কোন ভারতীয় ব্যাটসম্যান রান পাননি। অধিনায়ক ঋষভ পন্থ নিজেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তিনি যেভাবে নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছেন তা ভারতীয় দলের জন্য খুবই হতাশাজনক।