Arijit

সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়ালেন ঋষভ পন্থ এবং উর্বশী রওতেলা

ক্রিকেটের বলিউডের মিলন ভারতে দীর্ঘদিন ধরে চলে আসছে। এমন কয়েক বছর আগে গুজব রটেছিল ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ এবং বলিউড অভিনেত্রী উর্বশী রওতেলার ‘সম্পর্ক’ রয়েছে। কিন্তু দু’জনের কেউই সেটা স্বীকার করেননি।

   

কিছু বছর আগে পন্থ এবং উর্বশীকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। বর্তমানে যদিও এই দুজনকে আর একসাথে দেখা যায় না। তবে এরই মধ্যে বাক যুদ্ধে মেতে উঠলেন ঋষভ পন্থ এবং উর্বশী রওতেলার। এইদিন পন্থের নাম না করে উর্বশী বলেন, “আরপি নামক এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। তিনি তাঁর কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বই গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।”

চুপ করে থাকেননি পন্থও। তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কত মিথ্যা কথা বলে। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ কত তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুক। আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।’