২৮ শে আগস্ট এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে উন্মাদনা শুরু হয়েছে সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের মধ্যে।
দীর্ঘ ৪ বছর করোনা ভাইরাসের জন্য এশিয়া কাপ হয়নি। দু’বছর পরে যেহেতু এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে স্বাভাবিকভাবে এবারের এশিয়া কাপ নিয়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এশিয়ার দেশ গুলির মধ্যে।
এবারের এশিয়া কাপে ভারতীয় দলে তিনজন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছেন। তাদের মধ্যে একজন হলেন সহ অধিনায়ক কে এল রাহুল। অপর দুজন হলেন ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক। এদের মধ্যে ওপেনার হিসেবে রাহুলের খেলা এক প্রকার প্রায় নিশ্চিত। কিন্তু দীনেশ কার্তিক এবং ঋষভান্তের মধ্যে কে খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে? এই বিষয়ে আলোচনা করতে গিয়ে জানা যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ঋষভ পন্থের খেলার সম্ভাবনাই বেশি। তবে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে দীনেশ কার্তিক ও খেলতে পারেন।