নিউজ শর্ট ডেস্ক: বছর বছর টেলিভিশনের পর্দায় কত সিরিয়াল যায় আর আসে, কিন্তু তিনি এই সমস্ত ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও দর্শকরা না ভুলতে পারেন এই সমস্ত সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের। বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় এমন এক সুপারহিট জুটি ছিলেন অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik) এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)।
একসময় তাদের দেখে লোকে ভাবতেন সিরিয়ালের মতো বাস্তবেও স্বামী-স্ত্রী ঋষি কৌশিক আর আপরাজিতা। আসলে টেলিভিশনের পর্দায় তাঁদের জুটি এতটাই গ্রহণযোগ্য হয়ে উঠেছিল যে দর্শকরা ভাবতে শুরু করেছিলেন বাস্তব জীবনেও বোধহয় সম্পর্কে রয়েছেন তাঁরা।
আজ থেকে প্রায় দু’দশক আগের কথা। তখনও স্কুলের গণ্ডি পেরোয়নি নব্বইয়ের দশকের ছেলেমেয়েরা। সালটা ছিল ২০০৫, সেই সময় টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতো জনপ্রিয় মেগা সিরিয়াল ‘একদিন প্রতিদিন’। সেখানেই প্রথমবার জুটি বেঁধেছিলেন ঋষি-অপরাজিতা। এই ধারাবাহিকে তাঁদের রসায়ন এতটাই হিট হয়েছিল যে সেই সময় সবাই তাঁদের রিয়েল লাইফ কাপল ভাবতেন।
পরবর্তীতে এই জুটি আবার ফিরে আসে আরো এক জনপ্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’-এর উজান হিয়া হয়ে। অপরাজিতা ঋষির কেমিস্ট্রি আবারও মন ছুঁয়েছিল বাংলা সিরিয়ালের দর্শকদের। পরবর্তীতে কুসুমদোলা ধারাবাহিকেও একসাথে দেখা গিয়েছিল তাঁদের। সেই সময় তাঁদের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেও কানাঘুষো শোনা যেত মাঝেমধ্যেই।
আরও পড়ুন: আমার পিঠেও ছু্রি মারা হয়েছিল! তিক্ত অভিজ্ঞতা নিয়ে ইন্ডাস্ট্রি প্রসঙ্গে যা বললেন দেব
বর্তমানে ঋষি আর অপরাজিতা দুজনেই নিজেদের দাম্পত্য জীবনে সুখী। অপরাজিতার সাথে বিয়ে হয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর আর অসমের ছেলের ঋষিও বিয়ে করেছেন অন্য একজনের সাথে। তবে সত্যিই কি সে সময় যে গুঞ্জন ঘটেছিল তা কি সত্যিই কি প্রেম করতেন ঋষি-অপরাজিতা? সংবাদমাধ্যমে এই গুঞ্জন নিয়েই মুখ খুলেছিলেন খোদ অভিনেতা।
খানিক হেসেই কৌশিক জানান, ‘একটা সময় আমি এবং অপরাজিতা খুবই গ্রহণযোগ্য জুটি ছিলাম। আমার খুব প্রিয় সহ-অভিনেত্রী ও। আমাদের পর্দার রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে বাস্তবেও অনেকেই ভেবেছিলেন অপরাজিতা আমার প্রেমিক অথবা স্ত্রী। একদিন প্রতিদিন চলার সময় যখন গ্রামে যাই তখন একজন আমায় জিজ্ঞেস করেন বৌদি আসেনি। তখন বুঝতে পারি আমাদের জুটি কতটা সফল যে মানুষ আমাদের বাস্তবেও স্বামী-স্ত্রী মনে করছেন। আর সেটাই আমাদের সাফল্য। তবে আমাদের মধ্যে সেরকম কোনও ব্যাপার কিন্তু ছিল না।’