rita dutta choudhury opens up about the controversy on kar kache koi moner korha

Papiya Paul

‘ছেলে বাইরে থেকে ফিরলে আমরা একসাথে শুই’, ফুলশয্যা বিতর্কে সপাটে জবাব মানালীর শ্বাশুড়ির

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে কোনো সিরিয়াল(Bengali Mega Serial) ভালো গল্প নিয়ে এলে তা যেমন প্রশংসিত হয় নেটিজেনদের কাছে। ঠিক তেমনি কোনো ধারাবাহিক খারাপ গল্প নিয়ে এগোলে সমালোচনা চলে। সম্প্রতি শুরু হওয়া জি বাংলার(Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha, )সিরিয়ালের দৃশ্য দেখে রেগে গিয়েছেন নেটজনতা।

   

মানালি দে(Manali Dey), বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় সহ বাংলা সিরিয়াল জগতের বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীদের নিয়ে এই ধারাবাহিক শুরু হয়েছে। শুরুতে প্রমো এমনভাবে দেখানো হয়েছিল যে নতুন ধরনের গল্প আসছে বলে মনে করেছিলেন দর্শকেরা। কিন্তু সম্প্রতি মা ও ছেলের ফুলশয্যা দেখিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছে এই ধারাবাহিক।

এই সিরিয়াল যারা নিয়মিত দেখেন, তারা জানেন  শিমুল তার শ্বশুরবাড়িতে প্রবেশ করেছে। আর এখানে এসেই অন্যান্যদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠছে। তবে এই ভালো দৃশ্যের মধ্যে হঠাৎ করে এই ফুলশয্যার দৃশ্য দেখিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক। বিয়ে দেখানোর পর এখন বউভাত আর ফুলশয্যার ট্রাক চলছে। আর এই ফুলশয্যার খাটে শুয়ে রয়েছে শিমুলের স্বামী এবং তার শাশুড়ি মা।

ফুল দিয়ে সাজানো খাটে ছেলের বুকে মাথা রেখে শুয়ে রয়েছেন শিমুলের শাশুড়ি। আর শিমুল শুয়েছে সোফায়। তার চোখে জল। সিরিয়ালের এই দৃশ্যই এখন ভীষণ বিতর্কিত। নানা রকমের খারাপ মন্তব্য এসেছে নেটজনতার কাছ থেকে। জঘন্যভাবে গালিগালাজ ও করেছেন অনেকে।

এই সিরিয়ালে মানালির শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন রীতা দত্ত চক্রবর্তী। ‘ধুলোকণা’র পর এই সিরিয়ালেও মানালির শাশুড়ির চরিত্রে আছেন তিনি। এই সিরিয়ালেও দুজনের মধ্যে কোনো বনিবনা নেই। আর এবার এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি।

তাঁর কড়া জবাব, ‘লেখক তো কিছু ভেবেই এমন দৃশ্য লিখেছেন। আর যাঁরা ছেলের সঙ্গে মায়ের ফুলসজ্জার মতো কটূক্তি করছেন, সে বিষয়ে বলব এটা সম্পূর্ণ বিকৃত মানসিকতার প্রতিফলন।’ আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান,’আমার ছেলেও বাইরে থেকে কলকাতায় এলে আমরা একসঙ্গে শুই। এমন ধরনের ভাবনা সত্যিই মেনে নেওয়া যায় না।’