Ritabhari Chakraborty

Additiya

খোলামেলা পোশাকে বালি মাখামাখি ছবি পোস্ট ঋতাভরীর, অভিনেত্রীর বোল্ডনেসে ঘুম উড়েছে ভক্তদের

ছোটপর্দা হোক অথবা বড় পর্দা। বাংলা বিনোদন(Entertainment) জগতে এক অন্যতম নাম ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন তিনি। বরাবরই সাহসী চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন এই অভিনেত্রী। খুব শীঘ্রই আবির চট্টোপাধ্যায়ের(Abir Chatterjee) সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন কারতে আসছেন এই অভিনেত্রী। ছবির টিজারে দেখা প্রায় ২৫ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন তিনি।

   

তবে সামাজিক মাধ্যমে এক অন্যরকম রূপে ধরা দিলেন অভিনেত্রী। সমুদ্র সৈকতের নোনা বালি গায়ে মেখে সাহসী লুকে ভক্তদের মন জয় করলেন অভিনেত্রী। অভিনেত্রীর রূপ থেকে মুগ্ধ নেটিজেনরা।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘একমাত্র চৌকি সবকিছু বুঝিয়ে দিতে পারে’। অভিনেত্রীর চোখের চাহনি দেখে উত্তাপের জোয়ারে ভাসছেন ভক্তরা। কেউ কেউ অভিনেত্রীর কমেন্ট বক্সে লিখেছেন, ‘তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই’।

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মাঝেমধ্যেই নানান রকম রূপ নিয়ে তিনি হাজির হন সামাজিক মাধ্যমে। আর তাতেই মুগ্ধ অভিনেত্রীর ভক্তরা। কখনো তিনি শাড়ি পরেই মুগ্ধ করে দেন দর্শকদের।

Ritabhari Chakrabarty

কখনো আবার বোল্ড পোশাকে ধরা দেন সোশ্যাল মিডিয়ায়। তবে যাই হোক না কেন অভিনেত্রীর সামাজিক মাধ্যম ঘেঁটে দেখলেই বোঝা যায় একাধিক ফলোয়ার্স রয়েছে তাঁর।