Suchitra Sen

Moumita

‘সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করছি এটাই গর্বের বিষয়’, নতুন ছবি নিয়ে অকপট ঋতুপর্ণা

শরৎচন্দ্র রচিত (Sharatchandra Chattopadhyay)  একটি চিরন্তন উপন্যাস হল দত্তা (Dutta)। এই উপন্যাসের যা বিষয়বস্তু তা সেই সময়কার থেকেও আজকের দিনের জন্য বেশি প্রাসঙ্গিক। অভিভাবকহীন একটা মেয়ের জীবনে যে কত সমস্যা আসতে পারে সেটাই দেখিয়েছিলেন শরৎচন্দ্র। তবে সেই সমাজে দাঁড়িয়েও কিন্তু বিজয়ার (Bijoya) চরিত্র স্বতন্ত্র। পুরো ফিউডাল সোসাইটি এবং ব্রাহ্মসমাজের বিপরীতে গিয়ে বিজয়ার ব‌্যক্তিসত্তাকে এস্টাবলিশ করেছিলেন লেখক।

   

শরৎচন্দ্রের (Sharatchandra Chattopadhyay)এই কাহিনী এমনই হৃদয়ছোঁয়া যে এর আগে বেশ কয়েকবার রূপোলী পর্দায় আঁকা হয়েছে এই গল্প। সুনন্দা দেবী এবং মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) মত শিল্পীরা অভিনয় করেছেন এই চরিত্রে। আর এবার সেই জুতোয় পা গলালেন টলিপাড়ার আরেক চর্চিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তাকেও দেখা যাবে বিজয়ার চরিত্রে।

এই বিষয়ে ঋতুপর্ণাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুনন্দাদেবীর ‘দত্তা’র সময় আমার জন্মও হয়নি। সুচিত্রা সেনের ‘দত্তা’-র সময়ে আমার জন্ম হয়েছে কিন্তু এত ছোট ছিলাম, আমার মনেও নেই। পরে দেখেছি। উনি মহানায়িকা, নমস‌্য ব‌্যক্তি। তাঁর সঙ্গে তুলনাও ধৃষ্টতার। আর এই উপন‌্যাসটা চিরকালীন। এই নিয়ে দ্বিতীয়বার এমন চরিত্রে যেখানে সুচিত্রা সেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন।’

সুচিত্রা সেনের সঙ্গে তুলনা হওয়ার ভয় নেই? এই প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, ‘সুচিত্রা সেন বা সুনন্দাদেবী তাঁদের সময়ের বিখ‌্যাত অভিনেত্রী, তাঁরা কিংবদন্তি। ওঁদের সঙ্গে তুলনা করা আমার কাছে খুব ডিফিকাল্ট। দর্শক যদি করে সেটাও চাইল্ডিশ হবে। অনেক ছবিই তো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বানানো হয়েছে। যেমন– ‘দেবদাস’, ‘পরিণীতা’ বা ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’। প্রত্যেকের স্বকীয়তা রয়েছে। আমার কাছে খুব গর্বের বিষয় যে সুচিত্রা সেন অভিনীত চরিত্রে করতে পারছি।’

Tollywood,Entertainment,Gossip,Rituparna Sengupta,Suchitra Sen,Dutta,Bijaya টলিউড,বিনোদন,গসিপ,ঋতুপর্ণা সেনগুপ্ত,সুচিত্রা সেন,দত্তা,বিজয়া,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,Sharatchandra Chattopadhyay ্

এমনিতে শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করা কতটা চ্যালেঞ্জিং বলে মনে হয় ঋতুপর্ণার? উত্তরে তিনি জানান, ‘দর্শক মনে হয় রিলেট করতে পারবে। কিছু কিছু বিষয়, চরিত্র বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জুড়ে আছে। যেমন– ব্যোমকেশ, ফেলুদা বা কোনও উপন‌্যাসের চরিত্র কিন্তু মানুষ বার বার দেখতে চায়। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র কিংবা বঙ্কিমচন্দ্রের সৃষ্ট চরিত্র কিন্তু মানুষ বার বার দেখতে চায়। ফিল্ম, টিভি, OTT– মাধ‌্যম বদলে গেলেও এসবের চাহিদা আছে।’ প্রসঙ্গত উল্লেখ্য, ঋতুপর্ণা অভিনীত এই ছবি মুক্তি পাবে আগামী ১৬ জুন।