Arijit

ওপেনিং জুটিতে ১৪০ রান করে শেওয়াগ-গম্ভীরের রেকর্ড ভেঙে বিশেষ নজির গড়লেন রোহিত-রাহুল

পরপর দুই ম্যাচ হারার পর বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। আর ভারতের এই জয়ের নায়ক দুই ওপেনার। দুই ওপেনারের দুর্ধর্ষ ইনিংসের সুবাদে নির্ধারিত কুড়ি ওভার শেষে বিরাট স্কোর খাড়া করে ভারত।

   

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল 140 রানের পার্টনারশিপ তৈরি করে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের এখনো পর্যন্ত সেরা রেকর্ড।

এর আগে ওপেনিং জুটিতে ভারতের রেকর্ড ছিল বীরেন্দ্র শেওয়াগ এবং গৌতম গম্ভীরের পার্টনারশিপ। 2007 বিশ্বকাপে তারা সেই রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলেন রোহিত- রাহুল জুটি। এই ম্যাচে 47 বলে 74 রানের ইনিংস খেলেন রোহিত শর্মা এবং 48 বলে 69 রানের ইনিংস খেলেন কে এল রাহুল।