ভারত অধিনায়ক হিসাবে রেকর্ড গড়ে কোহলিকে পিছনে ফেললেন রোহিত

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত শুরু করলেও পুরো সময় ব্যাটিং করতে পারেলেন না তিনি। চোট পেয়ে মাত্র ১১ রান করেই ফিরে যেতে হয় তাকে। তবে তার মধ্যে একটি ছয় মেরে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন রোহিত।

ভারত অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ড গড়লেন রোহিত। সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আলজারি জোসেফকে ছক্কা মারেন রোহিত। মাত্র ১১ রান করলেও তাঁর সেই ছক্কাতেই হয় রেকর্ড। বিরাট এবং রোহিত ভারত অধিনায়ক হিসাবে এত দিন ৫৯টি করে ছক্কা মেরে এক জায়গায় ছিলেন। মঙ্গলবার একটি ছক্কা মেরেই বিরাটকে পিছনে ফেলে দেন রোহিত।

Avatar

Koushik Dutta

X