Arijit

বিশ্বের সব কিংবদন্তি ব্যাটসম্যানকে ছাপিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, টপকে গেলেন সচিনকেও

ওভাল টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারত ওপেনার রোহিত শর্মা। টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে ভেঙে ফেললেন একাধিক বিশ্বরেকর্ড। সেই সঙ্গে রোহিতের এই ইনিংসে ভর করে ইংল্যান্ডের রান টপকে লিড নিয়ে ফেলল ভারত। ওপেনার হিসেবে একাধিক রেকর্ড করে রোহিত শর্মা টপকে গেলেন সুনীল গাভাস্কার, ম্যাথু হেডনকে। তবে এখনও পর্যন্ত শীর্ষে সেই সচিন তেন্দুলকারই। ওপেনার হিসেবে দ্বিতীয় দ্রুততম 11 হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন হিটম্যান, রোহিতের আগে রয়েছেন একমাত্র কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

   

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে এই নজির গড়ে ফেললেন রোহিত। ওপেনার হিসেবে এগারো হাজার রান করতে রোহিত শর্মা নিয়েছেন 246 ইনিংস। এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার মাত্র 241 টি ইনিংসেই 11 হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়া কিংবদন্তি ওপেনার ম্যাথু হেডন, 251 টি ইনিংসে 11 হাজার রান করেছিলেন তিনি। 258 ইনিংসে 11 হাজার রান করে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা ওপেনার সুনীল গাভাস্কার। 261 ইনিংস খেলে 11 হাজার রান পূর্ণ করে তালিকায় পঞ্চম স্থান দখল করেছেন গর্ডন গ্রিনিজ।
তবে বিশ্বের যত ওপেনার 11 হাজার রান পূর্ণ করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি গড় রোহিত শর্মার। তাঁর গড় 49.31। এক্ষেত্রে রোহিত পেছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও।