বিরাট কোহলি কে সরিয়ে ভারতীয় দলের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে। তবে রোহিত শর্মাকে অধিনায়ক করার পরও চিন্তা কমছে না বিসিসিআইয়ের। কারণ ইতিমধ্যেই রোহিতের বয়স 34 পেরিয়ে গিয়েছে। রোহিত আর কতদিন ক্রিকেট খেলতে পারবেন সেটাই এখন চিন্তার বিষয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
এমন পরিস্থিতিতে অর্থাৎ রোহিত শর্মার পরবর্তীকালে কে হবেন ভারতীয় দলের অধিনায়ক এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিত কিন্তু দেশের তিন জন পরবর্তী অধিনায়কের নাম বেছে নিয়েছেন। জানেন তাঁরা কারা?
বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা জানিয়ে দিলেন দেশের তিনজন ভাবি অধিনায়ক এর নাম। কে এল রাহুল, জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্তকে আগামীর নেতা হিসাবে দেখছেন রোহিত শর্মা।
এইদিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বলেন, “ভারতের নেতা হওয়ার আগে বুমরাহ, রাহুল ও পন্তকে ভারতের সাফল্যের জন্য বড় দায়িত্ব পালন করতে হবে। ওদের কাঁধে দায়িত্ব দেওয়া হলেও এখনি ওদের ওপর বেশি চাপ প্রয়োগ করতে চাই না। ওরা এখন খেলাটা উপভোগ করুক।”