ভারতের ক্রিকেটের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার করজাতে রাশিনে তার নতুন ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে রোহিতকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। রোহিত শর্মা, যিনি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহিত পবারের সাথে ছিলেন, এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
তিনি বলেন, “আমরা এখানে আমাদের ক্রিকেট অ্যাকাডেমি শুরু করছি এবং আশা করি এখান থেকে পরবর্তী যশস্বী জাইসওয়াল, শুভমান গিল ও যশপ্রীত বুমরাহ উঠে আসবে।” এই বক্তব্যের মাধ্যমে রোহিত তাঁর উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে, অ্যাকাডেমিটি ভবিষ্যতের ক্রিকেট তারকাদের তৈরি করবে। একইসাথে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত জনতার মধ্যে উন্মাদনাও ছিল দেখবার মত।
বিশ্বকাপ জয়ের পর নতুন উদ্যম
গত ICC Men’s T20 World Cup জয়ে দলের নেতৃত্ব দিয়ে রোহিত শর্মা মনে করেন, “বিশ্বকাপ জয় আমাদের জন্য ৩-৪ মাসের সবচেয়ে বড় লক্ষ্য ছিল। বিশ্বকাপ জয়ের পর আমি আবার জীবিত অনুভব করেছি।” এই জয় তার জীবনে একটা নতুন প্রেরণার যোগান দিয়েছে বলেও জানান তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ
ভারত আগামী ১৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে উজ্জীবিত।
তাছাড়া ভারতের টিম বর্তমানে বেশ স্থিতিশীল ও কিছু খেলোয়াড় ডোমেস্টিক সার্কিটে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলে জায়গা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার মধ্যে, সারফরাজ খান উল্লেখযোগ্য, যিনি আইরানি কাপের চলমান খেলায় রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে ২২২ রান করেছেন।
সাফল্যের জন্য প্রস্তুত
ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের দৌড়ে সেরা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ তারা সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি সিরিজে পরাজিত হয়েছে। তাই রোহিত শর্মা ও তার টিম এখন সাফল্যের জন্য প্রস্তুত বলা যেতেই পারে।