বার বার জাতীয় দলে নেতৃত্ব বদল প্রসঙ্গে জবাব দিলেন ‘অধিনায়ক’ রোহিত শর্মা

বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর সব ফরমেটের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এই মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট তিনটি ফরমেটেরই অধিনায়ক রোহিত শর্মা। তবে রোহিত শর্মা ভারতের পূর্ণ সময়ের অধিনায়ক হলেও গত কয়েক মাসে সাতজন অধিনায়ক পরিবর্তন করতে হয়েছে ভারতীয় দলকে।

চলতি বছরে ছ’জন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। কেএল রাহুল, রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, দীনেশ কার্তিক নেতৃত্ব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধবন। এমনিতে তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক রোহিত। তবে প্রতি সিরিজেই যেভাবে নতুন নতুন অধিনায়ক দেখা যাচ্ছে তাতে অবাক ভারতীয় সমর্থকরাও।

এই প্ৰসঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমরা তো ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। সূচি আমরা সবাই জানি। নিজেদের মধ্যেও সেই বোঝাপড়া রয়েছে যে, ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। এতে নিজেদের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তৈরি করা যায়। যারা খেলছে তাদের সামনেও একটা বড় সুযোগ নিজেদের মেলে ধরার। আমার তো বেশ উত্তেজনাই লাগছে। আয়ারল্যান্ডে কিছু দিন আগেই ওরা খেলে এসেছে। এখানে প্রস্তুতি ম্যাচ খেলেছে।”

Avatar

Koushik Dutta

X