ভারত বনাম ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটের বিরাট ব্যবধানে হারিয়ে দিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এই দিন টসে জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মেঘলা ওয়েদারে প্ৰথমে রোহিত শর্মার বোলিং করার সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা প্রমাণ করে দিলেন ভারতের দুই জোরে বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি।
এইদিন যশপ্রীত বুমরা, মহম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ের সুবাদে মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ধাওয়ানকে সঙ্গে নিয়ে দুর্দান্তভাবে সেই রান চেজ করে রোহিত শর্মা। কোন উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজন তুলে নেয় ভারত এবং 10 উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
ম্যাচ শেষে যশপ্রীত বুমরা, মহম্মদ সামির প্রশংসা করে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘‘আমরা প্রথমে ফিল্ডিং নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। আবহাওয়া নিয়ে চিন্তা করে চাপে ফেলিনি নিজেদের। এ দিনের আবহাওয়া জোরে বোলারদের জন্য আরও বেশি সহায়ক ছিল। আর সেই সুযোগ খুব ভালো হবে কাজে লাগিয়েছে বুমরাহ এবং সামি। আমি ওদের পারফরমেন্সে খুব খুশি।”