Rohit Sharma Says After Winning World Cup My life has changed Viral Video

‘বিশ্বকাপ জেতার পর থেকে…’ জীবন বদলে যাওয়ার কাহিনী জানালেন রোহিত শর্মা, চরম ভাইরাল ভিডিও

ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma) বর্তমানে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের মাতৃভাষা মারাঠিতে দেওয়া বক্তব্যে ভক্তদের মধ্যে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছেন তিনি। ভারতের বাংলাদেশ সিরিজ জয়ের পর তিনি মহারাষ্ট্রের রশিনে ক্রিক কিংডমের উদ্যোগে নতুন এক ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানেই নিজের বক্তব্য রাখেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

রোহিত শর্মার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ

রোহিত শর্মা তার বক্তব্যে বলেন, “আমাদের বড় লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা, আর সেই স্বপ্ন পূরণের পর আমার জীবন যেন নতুন করে শুরু হয়েছে।” তার এই উক্তি ভক্তদের মন ছুঁয়ে যায় এবং চারদিকে করতালির আওয়াজ শোনা যায়। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে ভারত ১১ বছরের দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে জয়ী হয়ে আইসিসি ট্রফি অর্জন করে। সেই জয়ের পর, ভারতীয় দলের এই বড় জয় শুধু রোহিতের নয়, গোটা দেশের গর্বের মুহূর্ত হয়ে ওঠে।

দীর্ঘ প্রতীক্ষার পর সাফল্য

রোহিত শর্মার জন্য এই ট্রফি জয়ের স্বপ্ন বহুদিনের। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজয় তারপর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের ক্ষত তাকে দীর্ঘদিন তাড়া করেছে। কিন্তু তার ধৈর্য ও দৃঢ় সংকল্প তাকে শেষমেশ সাফল্যের মুখ দেখিয়েছে। ২০২৪ সালে ভারতের নেতৃত্বে তিনি সেই বহু প্রতীক্ষিত ট্রফি ঘরে তুলে এনেছেন।

ব্যক্তিগত রেকর্ডও ছাড়িয়ে গেছেন রোহিত

বিশ্বকাপের জয় ছাড়াও, রোহিত শর্মা ব্যক্তিগত ভাবে বেশ কিছু মাইলফলক অর্জন করেছেন। টুর্নামেন্টের সময় তিনি প্রথম খেলোয়াড় হিসেবে টি২০ আন্তর্জাতিক ম্যাচে ২০০টি ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডটি তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার ৮ ম্যাচে সেন্ট লুসিয়ায় এক কঠিন মুহূর্তে অর্জন করেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা কৃতিত্ব হিসেবে বিবেচিত হবে।

টি২০ ফরম্যাট থেকে বিদায় ঘোষণা

এই বড় জয়ের পর রোহিত শর্মা আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। যেটা ভক্তদের আবেগে ভাসিয়ে দিয়েছিল। তিনি জানান, এই ফাইনাল ম্যাচটি ছিল তার শেষ টি২০ আন্তর্জাতিক ম্যাচ। তার কথায়, “এর চেয়ে ভালো সময় আর হতে পারে না এই ফরম্যাটকে বিদায় জানাবার।” এই ম্যাচেই তিনি ভারতীয় টি২০ দলের অধিনায়ক হিসেবে তার ৫০তম জয় অর্জন করেন। রোহিত শর্মার এই বিদায় এবং বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে তার ক্রিকেট ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা হল। রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ হিসেবে স্মরণীয় থাকবেন, ও তার এই সাফল্য ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X