Rose Day

Rose Day: রোজ ডে কেন পালন করা হয়? কোন গোলাপের কি অর্থ? সঠিক গোলাপ না দিলে পড়বেন ফ্যাসাদে

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র একদিন পর অর্থাৎ ৭ ফেব্রুয়ারি(Rose Day) থেকে শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ(Valentine’s Week)। ৭ ই ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিনই কোনো না কোনো স্পেশাল ডে উদযাপিত হয়। এক্ষেত্রে আপনি আপনার পছন্দের মানুষকে গোলাপ, কখনো টেডি, কখনো চকলেট দিয়ে প্রেমের প্রস্তাব এবং প্রতিশ্রুতি জারি করে ভালবাসার উদযাপন করতে পারেন। এই সময় বাজারে নানা রঙের গোলাপ দেখতে পাওয়া যায় তার সঙ্গে গোলাপের দামও থাকে অনেক বেশি।

তবে ৭ই ফেব্রুয়ারি কেন রোজ ডে পালন করা হয়। এই দিনটির তাৎপর্য কি তা এখনো অনেক মানুষ জানেন না। ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ৭ ই ফেব্রুয়ারি রোজ ডে বা গোলাপ দিবস পালন করা হয়। এই দিন আপনি আপনার সঙ্গী বন্ধু বা বিশেষ মানুষকে গোলাপ দিয়ে মনের কথা জানাতে পারেন। গোলাপ হলো ভালবাসার প্রতীক। গোলাপের বিভিন্ন রং বিভিন্ন অর্থ বহন করে থাকে। আপনি আপনার মনের কথা বুঝে প্রিয়জনকে গোলাপ উপহার দিতে পারেন।

রোজ ডে-র ইতিহাস: এই ভ্যালেন্টাইন সপ্তাহে রোজ ডে উদযাপনের একটি বিশেষ কারণ রয়েছে যা বহু মানুষ জানেন না। মোগল বেগম নুরজাহান লালগোলাপ পছন্দ করতেন। তাকেই খুশি করার জন্য জাহাঙ্গীর প্রত্যেকদিন এক টন তাজা লাল গোলাপ তার সাথে পাঠাতেন।

আরও পড়ুন: Travel: সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন বাংলার সবচেয়ে বড় গোলাপ বাগানে, দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে

এভাবেই তাদের প্রেমের গল্প বিশ্ব বিখ্যাত হয়ে ওঠে। এছাড়াও রানী ভিক্টোরিয়ার যুগে বহু মানুষ একে অপরের মনের কথা প্রকাশ করার জন্য গোলাপ দিতো। এই ঐতিহ্যকে বজায় রেখে ভ্যালেন্টাইনস উইকের প্রথম দিন রোজ ডে হিসেবে পালন করা হয়।

কোন গোলাপের কি অর্থ?

লাল গোলাপ – ভালবাসা প্রকাশের জন্য দেওয়া যেতে পারে

গোলাপী গোলাপ – আপনি এটি আপনার সেরা বন্ধুকে দিয়ে আপনার বন্ধুত্বকে আরও গভীর করতে পারেন।

হলুদ গোলাপ – আপনি যদি কারো সাথে বন্ধুত্ব করতে চান তবে তাকে একটি হলুদ গোলাপ দিন।

কমলা রঙের গোলাপ- কাউকে কমলা রঙের গোলাপ দিয়ে আপনার পছন্দের কথা জানান।

সাদা গোলাপ- ক্ষমা চাইতে চাই।

Papiya Paul

X