নিউজশর্ট ডেস্কঃ ফুল পছন্দ করেন না, এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে না। আর এই ফুলের তালিকায় গোলাপের নাম বরাবরই সবার উপরে থাকে। গোলাপের বিভিন্ন রকমের রং থেকে গন্ধ সবটাই সকলেই খুব পছন্দ করেন। এখন গোলাপি, হলুদ, মেরুন, রানী, নানা রকমের গোলাপের চাষ হয়। আর বাজারেও বিভিন্ন রকমের গোলাপ দেখতে পাওয়া যায়।
যারা খুব বাগানপ্রেমী হয়ে থাকেন, তারা নিজের বাড়ির ছাদে কিংবা ব্যালকনিতে গোলাপের চাষ করে থাকেন। আপনি চাইলেও নিজের বাড়িতে রংবেরঙের গোলাপ ফোটাতে(Rose Plant) অর্থাৎ গোলাপ গাছের চাষ পারেন। আপনি চাইলে গোলাপের ডাল কেটে নিজের বাড়িতেই আস্ত বাগান গড়ে তুলতে পারেন।
আজকের এই প্রতিবেদনে নতুন ট্রিকস আপনাদেরকে জানাবো। এর জন্য প্রথমে আপনাকে একটি টবে শুকনো মাটি ও গোবর সার দিতে হবে। দেখবেন সেই মাটি যেন আলগা ও ঝুরঝুরে থাকে। তার মধ্যে যেন কোন ইট বা ঢেলা না থাকে। যদি থাকে তাহলে সেগুলোকে ফেলে দিতে হবে। এরপর গোলাপ গাছ থেকে একটি ডাল কেটে নিয়ে নিচের দিক ভালো করে ছেঁচে নিতে হবে।
এক্ষেত্রে অন্তত তিন সেন্টিমিটার চেঁছে নিতে হবে। এরপর একটি আলুতে ওই ডাল ঢুকিয়ে দিতে হবে। সেই আলুকে মাটির টবে গেঁথে দিতে হবে। তার ওপরে মাটি চাপা দিয়ে দিতে হবে। এবার এর পাশে জলের বোতল কেটে উল্টোদিকে মাটিতে গুঁজে দিতে হবে। আর সেখানে মাঝেমধ্যে জল দিতে হবে। মাসখানেকের মধ্যেই দেখতে পাবেন এই ডালে পাতা গজাবে। এরপর কিছুদিন অপেক্ষা করলেই ফুটবে নানা রঙের গোলাপ।