নিউজ শর্ট ডেস্ক: বাইক (Bike) প্রেমীদের ঘুম উড়িয়েছে নতুন রয়্যাল এনফিল্ড শটগান (Royal Enfield Super Shotgun)। অনবদ্য ডিজাইন আর গ্রাফিক্স নিয়ে চলতি বছরেই বাজারে এসেছে এই নতুন বাইক। ৬৫০ সিসির মধ্যে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) অত্যন্ত জনপ্রিয় একটি বাইক হল সুপার মিটিওর ( Super Meteor)। আসুন দেখা যাক দাম এবং ফিচার্স সব দিকেই এই দুই মোটরবাইকের মধ্যে কোনটি সেরা?
ইঞ্জিন
ইঞ্জিনের দিক দিয়ে দুটি বাইকের মধ্যেই খুব একটা পার্থক্য নেই। জানা যাচ্ছে রয়্যাল এনফিল্ড শটগানে রয়েছে ৬৫০ সিসি ইঞ্জিন। এই বাইকটি সর্বোচ্চ ৪৬.৯ হর্সপাওয়ার এবং ৫২.৩ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিডের গিয়ারবক্স। শটগান বাইকে ১ লিটার তেল ভরলেই ২২ কিমি মাইলেজ দেবে এর রাইডিং রেঞ্জ ৩০৩ কিলোমিটার। এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি ১৩.৮ লিটার এবং রিসার্ভ ফুয়েল ২.৭ লিটার।
অন্যদিকে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওরে রয়েছে সামান্য কম অর্থাৎ ৬৪৮ সিসি ইঞ্জিন। যা সর্বোচ্চ ৪৬.৩ হর্সপাওয়ার এবং ৫২.৩ এনএম টর্ক তৈরি করতে পারে। এই বাইকেও রয়েছে ৬ স্পিডের গিয়ারবক্স। তবে এই বাইকের মাইলেজ সামান্য বেশি। এক লিটার তেল ভরলে এটি ২৩.৭ কিমি ছুটতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৫০ কিমি ।
ব্রেকিং ও সাসপেনশন
রয়্যাল এনফিল্ড শটগানের সামনে রয়েছে Showa বিগ পিস্টন ফর্ক আর পিছনে আছে Showa টুইন শক সাসপেনশন। ব্রেকিংয়ের ক্ষেত্রে এই বাইকের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের (ABS) বিশেষ সুবিধা। অন্যদিকে সুপার মিটিওর বাইকের সামনে আছে আপ সাইড ডাউন বা USD ফর্ক এবং পিছনে আছে টুইন শক সাসপেনশন। এই বাইকটির-ও দু চাকাতেই ডিস্ক ব্রেকের সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে।
আরও পড়ুন: নিজেই চলবে স্কুটার! ভারতে এই প্রথম অটোনোমাস ই-স্কুটি এনে নজির গড়ল Ola
ওজনের দিক দিয়ে দুটি বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই বললেই চলে। জানা যাচ্ছে শটগান ও সুপার মিটিওর বাইক দুটির ওজন প্রায় ২৪০ কেজি। তবে শটগানের সিট সুপার মিটিওরের তুলনায় উঁচু। তাই শটগানের সিট ৭৯৫মিলিমিটার হলেও সুপার মিটিওরের সিটের উচ্চতা ৭৪০ মিলিমিটার। শটগান ও সুপার মিটিওরের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথাক্রমে ১৪০ মিলিমিটার এবং ১৩০ মিলিমিটার।
ফিচার্সের দিকে দিয়ে দুটি বাইকেই রয়েছে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং LED লাইটিং। সেইসাথে রয়েছে ব্লুটুথ এনেবেল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।।
দু’টি বাইকের দাম
দামের দিক দিয়ে রয়্যাল এনফিল্ড শটগান ৪ হাজার টাকা সস্তা। রয়্যাল এনফিল্ড শটগানের এক্স-শোরুম মূল্য ৩.৫৯ লক্ষ টাকা এবং সুপার মিটিওরের এক্স-শোরুম মূল্য ৩.৬৩ লক্ষ টাকা।