গতকাল আইপিএলের প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্যাফ ডুপ্লেসির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল আরসিবি এবং এলএসজি। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনৌউ এর অধিনায়ক কে এল রাহুল।
প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার ফ্যাফ ডুপ্লেসিকে হারিয়ে চাপে পড়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সময় দলের হাল ধরেন বিরাট কোহলি এবং রজত পাতিদার। বিরাট কোহলি 25 রান করে আউট হয়ে গেলেও এইদিন সেঞ্চুরি করেন রজত পাতিদার। 54 বলে 112 রানে নটআউট থাকেন রজত পাতিদার। এইদিন ব্যাট হাতে ব্যর্থ হন গ্লেন ম্যাক্সওয়েল। শেষের দিকে নেমে 23 বলে 37 রান করেন দীনেশ কার্তিক। নির্ধারিত কুড়ি ওভার শেষে চার উইকেট হারিয়ে 207 রান করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ডি’কক-কে হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। তবে কে এল রাহুল এবং দীপক হুডার পার্টনারশিপ লখনউকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেলেও রাহুল আউট হতেই লখনউয়ের জয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। 193 রানে শেষ হয়ে যায় লখনউয়ের ইনিংস। 14 রানে এই ম্যাচ জিতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার এ চলে গেল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।