ফের একবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব (Dev) এবং রুক্মিণী (Rukmini Maitra)। দীর্ঘ জল্পনার পর অবশেষে জানা গেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিতে সত্যবতীর চরিত্রে দেখা যাবে দেবের দেবীকেই। এই খবর প্রকাশ্যে আসতেই রেগে লাল হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। তবে সে যাই হোক না কেন। নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে তৈরি করে নিচ্ছেন অভিনেত্রী।
বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবকে। এ খবর জানা গিয়েছিল অনেক আগেই। তবে সত্যবতীর চরিত্রে কোন নায়িকাকে দেখা যাবে সে বিষয় নিয়ে টলিউডে চলছিল জোর জল্পনা। এমনকি শোনা যাচ্ছিল এই চরিত্রের জন্য নাকি বেছে নেওয়া হয়েছে মৌনি রায়কে। তবে অবশেষে জানা গেল সত্যবতী হচ্ছেন রুক্মিণী।
সবেমাত্র বিনোদিনী চরিত্রে অভিনয় শেষ করেছেন দেবের দেবী। এই চরিত্রের জন্য সুদীপ্তা চক্রবর্তীর কাছ থেকে তালিম নিয়েছিলেন তিনি। সেই কাজ শেষ হতে না হতেই ফের নয়া চ্যালেঞ্জের মুখে অভিনেত্রী। শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং। একজন বুদ্ধিমতী বাঙালি গৃহবধুর চরিত্রে অভিনয় করতে চলেছেন রুক্মিণী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন ঠিক কতটা চ্যালেঞ্জিং তার এই কাজ। তাঁর কথায়, ‘কেবলমাত্র বিনোদিনী কিংবা সত্যবতী নয়। আমি যে সমস্ত চরিত্রে কাজ করি সবটাই আমার কাছে চ্যালেঞ্জিং। আমি চেষ্টা করি প্রতিটা চরিত্রকে প্রাণ ঢেলে দিতে। সত্যবতী চরিত্রের ক্ষেত্রেও তার অন্যথা হবে না।
অভিনেত্রীর সংযোজন, ‘সত্যবতী একজন বাঙালি গৃহবধূ ছিলেন এ কথা ঠিকই। তবে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তার বুদ্ধিমত্তা। যে সময় এই গল্প লেখা হয়েছিল সে সময় আমাদের মা ঠাকুমারা পুরুষদেরকে সঠিক দিশা দেখাতেন। যদিও কখনই প্রকাশ্যে আসতো না তাঁদের কৃতিত্ব’।
সত্যবতী চরিত্র নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এই ছবিতে আমাকে অন্তঃসত্ত্বা হিসেবেই দেখানো হবে। তাই আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সত্যবতীর লুক। যদিও এর আগেও আমি অন্তঃসত্ত্বা চরিত্রে অভিনয় করেছি। তবে এটা সেই তুলনায় অনেকটাই আলাদা। বর্তমানে দামিনী বসুর কাছে ওয়ার্কশপ করছি’।
দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ঠিক কেমন? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘ অন্যান্য অভিনেতার সাথে অভিনয় করা যতটা সহজ দেবের ক্ষেত্রে ঠিক ততটাই কঠিন। আমি সব সময় চিন্তায় থাকি কখন ও আমাকে বকা দেবে। আসলে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কখনই শ্যুটিং সেটে আনতে পছন্দ করি না আমরা। ক্যামেরার সামনে আমরা দুজনে একেবারেই আলাদা মানুষ’।