Rupanjana Mitra emotional post during last shooting of Anurager Chhowa

বিদায়! ‘অনুরাগের ছোঁয়া’ থেকে অবসর বেলায় ‘খোলা চিঠি’ পর্দার ‘লাবণ্য’ রূপাঞ্জনা মিত্রের

পার্থ মান্নাঃ ‘অনুরাগের ছোঁয়া’ হল এমন একটা ধারবাহিক যেটা প্রতিটা বাঙালি বাড়িতেই নিজের জায়গা করে নিয়েছে। ষ্টার জলসার এই মেগা রমরমিয়ে চলছে বিগত ৩ বছর ধরে। আর পাঁচটা সিরিয়াল যখন শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে। সেখানে বছরের পর বছর দিব্যি টিআরপি তালিকায় টিকে রয়েছে অনুরাগের ছোঁয়া। গল্পে সূর্য-দীপার পাশাপাশি লাবণ্য সেনগুপ্ত থেকে প্রবীর সেনগুপ্তর চরিত্রগুলিও দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। তবে এবার জানা যাচ্ছে, সিরিয়াল থেকে বিদায় নিতে চলেছেন লাবণ্য সেনগুপ্ত তথা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।

অনুরাগের ছোঁয়া থেকে বিদায় নিচ্ছেন ‘লাবণ্য’ অভিনেত্রী রূপাঞ্জনা

সূর্যর মা তথা দীপার শাশুড়ি চরিত্রে দেখা গিয়েছিল রূপাঞ্জনা মিত্রকে। তবে এবার ধারাবাহিক লিপ নেওয়াতে লাবণ্য চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসেছে। এদিন অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়াতে এক বড়সড় পোস্ট করে মনের কথা জানিয়েছেন। সাথে শেয়ার করেছেন লাবণ্য চরিত্রেই একগুচ্ছ ছবি।

এদিন রূপাঞ্জনা লেখেন, ‘লাবণ্য সেনগুপ্তকে বিদায়। একটানা ৩ বছর ধরে লাবণ্য সেনগুপ্ত হয়ে বেচেছি। কিন্তু এবার সময় এসেছে চরিত্রটাকে বিদায় জানানোর। লাবণ্য সেনগুপ্ত শুধুমাত্র একটা চরিত্র নয়, আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। আমি লাবণ্য হয়েই হেসেছি, কেঁদেছি, লড়াই করেছি বড় হয়েছে – একজন অভিনেত্রী হিসাবে নয় একজন মানুষ হিসাবেও’।

এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, ‘যারা আমায় দেখেছেনম সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন তাদের ধন্যবাদ। আপনাদের ভালোবাসার উষ্ণতাতেই চরিত্রটা জীবন্ত হয়েছিল যেটা আমার কাছেও অভাবনীয় ছিল।…. ধন্যবাদ আমাকে আপনাদের লাবণ্য হতে দেওয়ার জন্য। এই অধ্যায় হয়তো শেষ হচ্ছে তবে তাঁর স্মৃতি আমার সাহে চিরকাল থাকবে’।

অভিনেত্রীর এই পোস্ট ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রামে হু হু করে পৌঁছে গিয়েছে প্রিয় দর্শকদের কাছে। সকলেই ভালোবাসায় ভরিয়ে লাবণ্য চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। কেউ বলেছেন অনেক মিস করব। তো কারোর মতে, শীঘ্রই আবার ফিরে আসুন ষ্টার জলসার পর্দায়। এমন অজস্র কমেন্টস রয়েছে পোস্টটিতে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X