পার্থ মান্নাঃ বর্তমানে এমন বহু যুবক যুবতী রয়েছে যারা একটা ভালো চাকরির অপেক্ষায় রয়েছে। পুজোর মধ্যেই তাদের জন্য রইল খুশির খবর। সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে খুবই কম যোগ্যতায় শূন্যপদ রয়েছে। তাই যারা শিক্ষিত হয়েও একটা ভালো চাকরির অপেক্ষা করছিলেন তাদের হয়তো প্রতীক্ষার শেষ হতে চলেছে। এই চাকরির জন্য নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। আজকের প্রতিবেদনে কি ভাবে ও কোথায় আবেদন করতে হবে তার সমস্ত খুঁটিনাটি জানানো হল।
উচ্চমাধ্যমিক পাশে চাকরি
সম্প্রতি S.N. Bose National Centre -এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পসাগ যে যোগ্যতায় হাউস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লোক নেওয়া হবে। তবে আবেদন করতে গেলে আবেদনকারীকে কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
শূন্যপদ ও বেতন
যেমনটা জানা যাচ্ছে গ্রূপ সি ক্যাটেগরিতে গেস্ট হাউস অ্যাসিস্টেন্ট পদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। এই কাজের জন্য কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন অনুসারে ৩৭,২৪৮ টাকা মাইনে পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারীকর অবশ্য সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। একইসাথে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। এছাড়াও হিন্দি ও ইংরেজিতে কথা বলতে পারতে হবে। আর বয়সের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন?
১. যারা এই পদের জন্য আবেদন করতে চান তাদের প্রথমেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিংক দেওয়া আছে) চলে যেতে হবে।
২. এরপর সেখানে “Info & Announcement” সেকশনের ‘Job Openings’ এ ক্লিক করলেই বিজ্ঞপ্তি দেখা যাবে। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।
৩. আবেদন ডাউনলোড করা হয়ে গেলে সেটাকে যথাযথভাবে পূরণ করে অফলাইনেই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। চিঠি পাঠানোর ঠিকানা হল : Registrar, S.N. Bose National Centre for Basic Sciences, Block JD, Sector-III, Salt Lake, Kolkata-700106.
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ : 25th October 2024
অফিসিয়াল ওয়েবসাইট : Official Website