একদিকে রাজনীতির দায়িত্ব, অন্যদিকে অভিনয় কেরিয়ার, দুটো দিকই সমান তালে সামলাচ্ছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। এইমুহুর্তে তৃণমূলের (TMC) যুব সভানেত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। কুন্তল (Kuntal)- সায়নী রসায়ন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতির মাঝেই নিজের কেরিয়ার নিয়ে মুখ খুললেন সায়নী।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি। সামনে রয়েছে ২০২৪ এবং ২০২৬ এর নির্বাচন। ফলত রাজনীতি এবং কেরিয়ার দুটোই সমানতালে সামলাতে হচ্ছে তাকে। পাশাপাশি এতদিন মানুষ যাকে পর্দায় দেখতো আজ তাকে সামনে থেকে দেখতে পাচ্ছে।
আগে শুটিং সামলেও নিজের জন্য খানিকটা সময় থাকতো। তবে এখন আর সেটা থাকেনা। পরিবারকেও সময় দিতে পারেননা। সায়নীর কথায়, ‘এত ক্রুশিয়াল টাইমে আমি জয়েন করেছি, যেটা সেই অর্থে কমফর্টেবল টাইম নয়। আরাম করার সময়ে জয়েন করিনি।’
এর সাথে নিজের নতুন লুকের কথাও বলেন তিনি। সাম্প্রতিক সময়ে শাড়ি পরে, লম্বা চুলে দেখা যায় তাকে। অভিনেত্রীর মতে, এটি তার ইতিবাচক দিক। গ্রাম্য মহিলারা এই লুকে অনেক বেশি স্বচ্ছন্দ্যবোধ করেন। মন খুলে শেয়ার করতে পারেন নিজেদের কথা।
এদিকে অভিনয় কেরিয়ারের কথা বললে, অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ফিল্ম ‘অপরাজিত’-য় অপরাজিত রায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন সায়নী। গতকাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারি রিলিজ করেছে ‘এল.এস.ডি.- লাল সুটকেসটা দেখেছেন?’ ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন, সায়নী ও সোহম চক্রবর্তী।
সায়নীর কথায়, রাজনীতি তাকে অনেক বড় মঞ্চ দিয়েছে। কিন্তু তার প্রথম ভালবাসা অভিনয়। এর আগে তার অভিনয় স্বত্বার প্রশংসা অনেকেই করত। তবে কাস্টিং-র সময় অদ্ভূতভাবে সবাই তার নাম ভুলে যেত। তাই তিনি বেশি আশা করেন না। যতটুকু পেয়েছেন সেটা নিয়েই খুশি থাকতে চান। তবে কখনও বড় সুযোগ পেলে অবশ্যই কাজ করবেন।