এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে (Bangladesh Film Festival) গিয়ে অবসরের কথা বলেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। তা নিয়ে কম জলঘোলা তো হয়নি। ইন্ডাস্ট্রির অভিজ্ঞ অভিনেতার হঠাৎ অবসরের খবরে চমকে গেছিলেন সকলেই। সম্প্রতি সেটা নিয়েই মুখ খুলেছেন তিনি।
তিনি কি সত্যিই অবসর নিচ্ছেন? উত্তরে অনস্ক্রিন ফেলুদা বলেন, তিনি বলেছেন এক আর লেখা হয়েছে আরেক। তার মুখে জোর করে কথা বসানো হয়েছে। তবে মানুষের এই ভুল ভাঙানোর কোনো ইচ্ছে তার নেই। এখন কাজ করা না করা গোটা বিষয়টাই তার ইচ্ছের উপর।
সব্যসাচীর কথায়, এমন কোনো চরিত্র নেই যেটা তার ভাল লাগবে। বলিউডে ‘বাবলি বাউন্সার’ ছবিতে চরিত্রটি ভাল লেগেছিল বলে অভিনয় করেছিলেন। এখন বয়স বেড়েছে তাই ফেলুদা করা সম্ভব নয়। তবে ফেলুদা করতে ভাল লাগত। এমতাবস্থায় পরিচালক সন্দীপ রায় যদি আবার ফেলুদা করার প্রস্তাব আনেন তখন ভেবে দেখবেন।
এইদিন কিছুটা অভিমান জড়ানো গলায় তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে অভিনয় করছেন। অনেক কাজ করেছেন। এখন আর অভিনয় করতে ভাল লাগে না। এরমধ্যে যে ৩-৪ টি চরিত্র তার পছন্দের ছিল সেগুলো মুক্তি পায়নি। একপ্রকার অনীহার কারণেই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
অভিনেতার কথায়, ইন্ডাস্ট্রির পরিবেশ খুব খারাপ হয়ে গিয়েছে। একটি ছবি দু নম্বরি করে শুটিং করা হচ্ছিল। সেটা নিয়ে বলতেই ছবি থেকে সব্যসাচীকে বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, আর্টিস্ট ফোরামের সদস্যরা তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ এনেছিলেন। এরপর সেখান থেকেও বেরিয়ে আসেন তিনি।
এরপর ঢুঁ মেরেছিলেন নাটকের মঞ্চে। সেখানেও একই সমস্যা। তারা পরিশ্রম করে রিহার্সাল দিয়ে সবকিছু রেডি করার পর ফোন আসে, এই নাটক যেন বন্ধ করে দেওয়া হয়। এসব দেখেশুনে বিরক্ত সব্যসাচী। তাই এবার খুব পছন্দের কোনো চরিত্র না হলে তিনি আর ইন্ডাস্ট্রিতে ফিরবেননা বলে জানিয়েছেন সব্যসাচী।