বিরাট প্রাপ্তি! মরণোত্তর সম্মান পেলেন ‘ফাইটার’ ঐন্দ্রিলা, বুকে কষ্ট চেপেও মুখ খুললেন সব্যসাচী

নিউজশর্ট ডেস্কঃ তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। খুব অল্প সময়ের মধ্যেই একের পর এক সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এর পাশাপাশি তার হাসি ও সৌন্দর্যে মুগ্ধ ছিলেন সকলে। গোটা বাংলার কাছে তিনি পরিচিতি পেয়েছিলেন ‘ফাইটার’ হিসেবে। দুইবার কঠিন লড়াইয়ে জিতে ফেরার পরেও তিন নম্বরের বার আর পেরে ওঠেননি ২৪ বছর বয়সী ‘ঐন্দ্রিলা শর্মা'(Aindrila Sharma)।

তার মৃত্যুর কয়েক মাস হয়ে যাওয়ার পরেও আজও তাকে মনে রেখেছেন অনুরাগীরা। দীর্ঘদিন লড়াইয়ের পর গত বছর ২০ নভেম্বর সকলকে ছেড়ে পরলোকে পাড়ি দেন অভিনেত্রী। তার সেই অদম্য লড়াইকে সম্মান জানানোর জন্য গত বৃহস্পতিবার রাজ্য সরকারের ‘টেলি একাডেমী আওয়ার্ডস’ (Tele Academy Awards) অনুষ্ঠানে তাকে মরণোত্তর বিশেষ কৃতি সম্মান প্রদান করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে অভিনেত্রীর মা-বাবা উপস্থিত ছিলেন।

এদিনের অনুষ্ঠানে মোট ৬৬ জনকে সম্মান জানানো হয়েছিল। আর মরণোত্তর সম্মান পেয়েছেন ঐন্দ্রিলা। অল্প বয়স থেকে মারণ রোগ ক্যান্সার তার শরীরে আক্রমণ করে। প্রথম দুবার লড়াই করে হারিয়ে দেয় ক্যান্সারকে। কিন্তু তৃতীয় বার লড়াই এর পরেও হেরে যেতে বাধ্য হন বাংলার ফাইটার। তবে এই কঠিন পরিস্থিতিতে সব সময় তার পাশে ছিলেন তার বাবা-মা দিদি এবং বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী(Sabyasachi Choudhury)। হাসপাতালে দিন রাত এক করে ঐন্দ্রিলার পাশে সব সময় থেকেছেন সব্যসাচী।

তবে হাজার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। সকলকে ছেড়ে পরলোকে চলে গিয়েছেন ঐন্দ্রিলা। শিল্পীর কোনদিন মৃত্যু হয়না, ঐন্দ্রিলার ক্ষেত্রেও সেই কথা প্রযোজ্য। ঐন্দ্রিলা এই বিশেষ সম্মান পাওয়ার পর মুখ খুলেছেন সব্যসাচী। তিনি বলেন, “২৫ বছর সম্পূর্ণ হওয়ার আগেই ও চলে গেল। এর মধ্যে ও যে কটা কাজ করেছে তাতে ওকে মানুষ মনে রেখেছে। একজন শিল্পী হিসাবে এটা বড় প্রাপ্তি। ওর বাবা মা এসেছিলেন। এটা তাদের কাছে এক দিকে তেমন কষ্টের মুহূর্ত, কেমন গর্বেরও বটে!”

এদিনের অনুষ্ঠানে বাংলা সিরিয়ালের কলাকুশলীদের নিয়ে নানা মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব্যসাচীর তিনি যে অনেক বড় ফ্যান সেকথাও এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর মুখে নিজের নাম শুনে খুশি হন অভিনেতা।

Avatar

Papiya Paul

X