সচিন-সৌরভের মত ওপেনার পেয়ে গেল ভারত, কাঁপাবে নিউজিল্যান্ড সিরিজ

বিশ্বকাপ শেষ হলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। ইতিমধ্যেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলির পরিবর্তে এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

এক টানা বহুদিন ধরে খেলার কারণে এই নিউজিল্যান্ড সফরে বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সের করা বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে।

এই নিউজিল্যান্ড সিরিজে সব থেকে বেশি নজর থাকবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ঋতুরাজ গায়কোয়াড এবং কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলা ভেঙ্কটেশ আইয়ারের দিকে। আইপিএলে নিজেদের পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন এরা। এমনকি অনেকেই এবার মনে করতে শুরু করেছেন দীর্ঘদিন আগে ভারতীয় ক্রিকেটকে টেনে নিয়ে যাওয়া সেই শচীন- সৌরভ জুটি ফের ফিরে আসতে পারে ঋতুরাজ এবং ভেঙ্কটেশের হাত ধরে।

Avatar

Koushik Dutta

X