গতবারের বিশ্বকাপে এই পাকিস্তানের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে পা বাড়িয়েছিল ভারত। তবে এবার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এশিয়া কাপে হারের বদলা নিল ভারত।
এশিয়া কাপে টান টান ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার হারের বদলা নিয়েছেন রোহিত শর্মারা। প্রথমে বল করে পাকিস্তানকে ১৫০ রানের মধ্যে আটকে রেখেছেন ভারতীয় বোলাররা। পরে বিরাট কোহলী, রবীন্দ্র জাডেজা, হার্দিক পাণ্ড্যর ব্যাটে এসেছে জয়।
বাবর আজমদের হারানোর পিছনে তিনটি প্রধান কারণ খুঁজে পেয়েছেন সচিন তেন্ডুলকর।
ভারতের জয়ের পরে নেটমাধ্যমে সচিন লিখেছেন, ‘চাপের মধ্যে ভাল বল করার জন্য জোরে বোলারদের ফিটনেস খুব দরকার। আমাদের বোলাররা সেটা করতে পেরেছে।’ তিনি আরও লেখেন, ‘হার্দিক খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। আমাদের জয়ের সীমানা পার করিয়েছে। ওকে খুব ভাল সাহায্য করেছে জাডেজা ও কোহলী।’