মঙ্গলবার প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে বোলিং করতে নেমে শুরু থেকেই বল হাতে কার্যত পিচের মধ্যে আগুন ঝরালেন ভারতের বোলাররা। ওভালে যশপ্রীত বুমরার সুইংয়ের সামনে দাঁড়াতেই পারল না বিশ্বচ্যাম্পিয়নরা।
ইংল্যান্ডের মেঘলা ওয়েদারের সুযোগ দারুন কাজে লাগালেন বুমরাহ। মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং একাই ধ্বংস করে দিলেন বুমরাহ। আর বুমরাহর এই অসাধারণ বোলিং দেখে তার প্রশংসায় ভরিয়ে দিলেন বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেট।
ভারতীয় পেসারদের দাপট দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকরের মত কিংবদন্তিও। সচিন টুইট করেছেন, ‘‘ওভাল পিচে খুব ভাল বাউন্স ছিল। ভারতীয় বোলাররা এই পিচে দারুণ লেংথে বল করে গেল। যেটা পার্থক্য গড়ে দিল। অসাধারণ বল করল ভারতীয় পেসাররা। বিশেষ করে বুমরার পারফরম্যান্স তো অবিশ্বাস্য।’’
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন টুইট করেছেন, ‘‘বাকিদের চেয়ে অনেক এগিয়ে বুমরা।’’ ধারাভাষ্য দিতে গিয়ে আর এক প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের মন্তব্য, ‘‘সব ধরনের ক্রিকেটে এখন সেরা বোলারের নাম বুমরা।’’