Bengali Serial

দুঃখের খবর সিরিয়াল প্রেমীদের, TRP ঠেকেছে তলানিতে, একসঙ্গে বন্ধ হচ্ছে একগুচ্ছ জনপ্রিয় ধারাবাহিক!

নতুন বছরের শুরু থেকেই দর্শকের মনোরঞ্জন দিতে পথ চলা শুরু করেছে একাধিক বাংলা ধারাবাহিক (Bengali Serial)। আর নতুনদের জায়গা করে দেওয়ার জন্যই বন্ধ হয়ে গেছে বহু জনপ্রিয় মেগা(Serial)। আর সেই তালিকায় রয়েছে যমুনা ঢাকি, পিলু, আয় তবে সহচরী, আলতা ফড়িং, মাধবীলতা, সাহেবের চিঠি সহ একাধিক ধারাবাহিকের নাম।

টিআরপি তালিকায় একটু গড়বড় হলেই ছাঁটাই হচ্ছে ধারাবাহিক। এমনকি কখনও তিন মাস তো কখনও আবার সাত মাস পথ চলার পরে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়াল। জি বাংলা হোক কিংবা স্টার জলসা এই দুই চ্যানেলে। একটা সময় টিআরপি কম থাকলেও রমরমিয়ে চলেছে বহু সিরিয়াল। তবে এখন বদলে গেছে সময়।

আবারও ঝাঁপ নামতে চলেছে বহু ধারাবাহিকের। একসঙ্গে বন্ধ করছে জনপ্রিয় চার চারটি সিরিয়াল। চলতি বছর শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাবে এই সমস্ত সিরিয়াল গুলি। আর এই খবর প্রকাশ্যে আসতেই মন ভার সিরিয়াল প্রেমীদের।

বন্ধের পথে ‘মেয়েদের ব্রতকথা’, ‘সাবিত্রী মায়ের গল্প’, ‘শ্বেত পাথরের থালা’,’তোমায় হৃদ মাঝারে রাখবো’, ‘সাহিত্যের সেরা সময়’, ‘ শ্রেয়সী’। দর্শকদের বিশেষ পছন্দ এই সমস্ত ধারাবাহিক একসঙ্গে বন্ধ হতে চলল। জানা যাচ্ছে টিআরপি তালিকায় ভালো পারফরম্যান্স না করার কারণে বন্ধ হচ্ছে এই ধারাবাহিক গুলি।

নতুন জায়গা করে দিতে সরে যেতে হয় পুরনোদের। এই রীতি দীর্ঘদিন ধরে বহন করে চলেছে ধারাবাহিক জগত। স্টার জলসা এবং জি বাংলার পর্দায় ইতিমধ্যেই শেষ হয়েছে একাধিক ধারাবাহিকের পথ চলা। এবার নাম উঠে আসল আকাশ আট চ্যানেলের। একসঙ্গে বন্ধ হচ্ছে বহু ধারাবাহিক।

Avatar

Additiya

X