“ভারতই এখন ক্রিকেটের সবচেয়ে বড় বাজার”, মেনে নিল পাকিস্তান

এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট বোর্ড হল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআই এর যথেষ্ট প্রভাব রয়েছে। এত দিন পর্যন্ত এই কথা স্বীকার না করলেও এবার পরোক্ষভাবে একথা স্বীকার করে নিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

সে দেশের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি জানিয়েছেন, এই মুহূর্তে ক্রিকেটের সব থেকে বড় বাজার ভারতেই। কার্যত স্বীকার করে নিয়েছেন, ভারতে আইপিএল খেলতে না এলে ধনী হওয়ার কোনও সুযোগ নেই।

কিছু দিন আগেই প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে আইপিএলের সম্প্রচার স্বত্ব। দেশ- বিদেশের ক্রিকেটাররা মুখিয়ে থাকেন আইপিএলে খেলার জন্য। তারপরই আইপিএল এর জন্য আইসিসির কাছে আলাদা করে আড়াই মাস সময় নিয়েছে বিসিসিআই। এই সময় কোন আন্তর্জাতিক ম্যাচে হবে না। স্বাভাবিকভাবে এই সময়টা পুরোপুরিভাবে বসেই থাকতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের, কারণ আইপিএলে তাদের কোন জায়গায় নেই।

Avatar

Koushik Dutta

X