Arijit

‘দেশের স্বার্থে সমস্ত ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিৎ কোহলির’, বিস্ফোরক শাহিদ আফ্রিদি

বিশ্বকাপের পরই ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে কোহলির একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়া নিয়ে। বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে আরও অনেকেই জানিয়েছেন খুব দ্রুত একদিনের ক্রিকেট থেকেও অধিনায়কত্ব ছাড়তে পারেন কোহলি।

   

এরই মধ্যে অধিনায়কত্ব নিয়ে কোহলিকে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদির মতে, কোহলির উচিত ক্রিকেটের সব ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। তাহলে কোহলি নিজের ব্যাটিংয়ের প্রতি আরও অনেক বেশি মনোযোগ দিতে পারবে এবং ব্যাট হাতে দলকে সাহায্য করতে পারবে।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে আফ্রিদি বলেছেন, ‘এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কোহলি। ভারতের উচিত ওর ওপর অতিরিক্ত চাপ না দেওয়া। ও যাতে একদম চাপমুক্ত ভাবে নিজের ব্যাটিং করতে পারে, তাহলে ও আরও অনেক বেশি রান করতে পারবে।’ কোহলির পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক করার ক্ষেত্রে রোহিতকেই এগিয়ে রেখেছেন আফ্রিদি।