‘অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ জয়ের দাবিদার ভারত’, প্রাক্তন পাক ক্রিকেটার

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। আর এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে নিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। আর প্রথম দুটি ম্যাচে ভারতীয় দল যে পারফরমেন্স করেছে তাতে বেজায় খুশি পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।

ভারত- পাকিস্তান সম্পর্কের জটিলতা দূরে সরিয়ে রেখে রোহিত শর্মার দলের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ব্যাপারে তিনি রোহিত শর্মাদের অন্যতম দাবিদার হিসাবেই দেখছেন।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল ভারতীয় ব্যাটাররা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে বড় রান তুলতে না পারলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে ম্যাচ জেতায় বোলাররা। আর ব্যাটে বলে ভারতের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখার পর টুইট করে শহীদ আফ্রিদি লিখেছেন, ‘ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। যোগ্য দল হিসাবেই সিরিজ জিতেছে। ওদের বোলারদের পারফরম্যান্স অনবদ্য। ওরা নিশ্চিত ভাবেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার।’

Avatar

Koushik Dutta

X