নিউজশর্ট ডেস্কঃ আজকের আধুনিক যুগে প্রযুক্তি(Technology) এতোটাই উন্নত হয়েছে যে আমাদের বেশিরভাগ কাজই হয়ে যায় ঘরে বসেই। অফিসিয়াল কাজ থেকে শুরু করে টাকা পয়সার লেনদেন সবকিছুই এখন ডিজিটালি(Digital) হচ্ছে। এমতাবস্থায় প্রতিটি মানুষই তাদের মোবাইলে ফোন পে, গুগল পে এই ধরণের অ্যাপ্লিকেশন রাখেন। এর সাহায্যে খুব সহজেই ক্যাশলেস পেমেন্ট করতে পারে মানুষ।
আর এরমধ্যেই একটি জনপ্রিয় অ্যাপ হলো ফোন পে(Phone Pe)। এই অ্যাপটির নাম জানেনা এমন ভারতীয় খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এর সূচনা কীভাবে হয় সেকথা জানেন কি? এই অ্যাপের প্রতিষ্ঠাতা সমীর নিগম(Samir Nigam) কীভাবে এই অ্যাপ্লিকেশন শুরু করেন এবং কোথা থেকে এই আইডিয়া পান তা জানলে সত্যিই তাজ্জব হতে হয়।
সাল ২০১৫ তে, সমীর নিগম PhonePe নামে একটি অ্যাপ শুরু করেন, যার সাহায্যে ক্যাশলেস টাকা লেনদেন করা যায়। সমীর নিগম ফ্লিপকার্টের মতো একটি ই-কমার্স কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ারিং ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছিলেন। এরপর সাল ২০০৯ তে মাইম ৩৬০ নামে তার প্রথম কোম্পানি শুরু করেছিলেন।
এই ওয়েবসাইটের সাহায্যে নানা ধরণের পণ্য অনলাইনে কেনা যেত, যা পরে ফ্লিপকার্ট কিনে নিয়েছিলো। আর ঠিক এরপরেই ২০১৫ সালে PhonePe অ্যাপের প্রতিষ্ঠা করেন তিনি। এরপরের বছরেই অনলাইনে লঞ্চ হয় অ্যাপটির।
ফোনপে বাজারে প্রবেশের সাথে সাথেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালে নোটবন্দী ঘোষণা করেন। আর ঠিক সেই সময় মানুষের কাছে মসীহা হয়ে ওঠে ফোন পে। এক ধাক্কায় বেড়ে যায় অ্যাপটির ব্যবহার। জেনে অবাক হবেন যে বর্তমান দিনে দাঁড়িয়ে সমীর নিগমের এই অ্যাপ্লিকেশনটি ৭০০ কোটি টাকার কোম্পানি হয়ে দাঁড়িয়েছে।