বিনোদন,বলিউড,বলিউড গসিপ,অক্ষয় কুমার,সম্ম্রাট পৃথ্বীরাজ,অগ্রিম বুকিং,Entertainment,Bollywood,Bollywood Gossip,Akshay Kumar,Samrat Prithviraj

অক্ষয়ের কেরিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’, কিন্তু অগ্রিম বুকিংয়ে ১ কোটিও কামাতে পারেনি এই সিনেমা!

আগামীকাল মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের(Akshay Kumar) কেরিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ'(Samrat Prithviraj)। ভারতের সর্বশেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমাতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত, সোনু সুদ।

এবার ছবি মুক্তির কয়েকদিন আগে থেকেই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছেন সিনেমার নির্মাতারা। তবে এই সিনেমার অগ্রিম বুকিং নির্মাতাদের জন্য হতাশজনক হয়েছে বলে জানা গিয়েছে। বলিউড হাঙ্গামা প্রতিবেদন অনুযায়ী, বুধবার পর্যন্ত ভারতের বিভিন্ন সিনেমা হলে এই সিনেমার মাত্র ১০ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিন্তু কয়েকদিন আগেই মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া টু’ সিনেমাটি অগ্রিম বুকিং এর সময় প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছিল।

অর্থাৎ বোঝাই যাচ্ছে ভুলভুলাইয়া টু সিনেমার মাত্র এক-তৃতীয়াংশ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে সম্রাট পৃথ্বীরাজ সিনেমার। এই সিনেমার বাজেট অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রি খুবই নগণ্য। আর তাই এই সিনেমার বক্স অফিস কালেকশন ঠিক কতটা হতে পারে এই নিয়েও বেশ সন্দেহ রয়েছে। তবে সিনেমার প্রচারের জন্য অক্ষয় কুমার বিরাট সময় পার করেছেন। বুধবার এবং বৃহস্পতিবার প্রভাবশালী মানুষদের জন্য এই সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন নির্মাতারা।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বুধবার পর্যন্ত সম্রাট পৃথ্বীরাজ ছবির অগ্রিম বুকিং থেকে আয় প্রায় এক কোটি টাকার নিচে হয়েছে। আসলে এই সিনেমাটির জন্য সবচেয়ে বড় সমস্যা হিসেবে মনে করা হচ্ছে তামিল সিনেমা ‘বিক্রম’ এবং তেলেগু সিনেমা ‘মেজর’। আগামীকাল এই দুটি ছবি ও প্যান ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে। অক্ষয় কুমারের সম্রাট পৃথ্বীরাজ সিনেমার ট্রেলার ও যেখানে সমালোচিত হয়েছে অন্যদিকে বিক্রম এবং মেজর দুটো সিনেমার ট্রেলার ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এবার ছবি মুক্তির পর কতটা সফল হতে পারে সিনেমা সেটা আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে।

Avatar

Papiya Paul

X