নিউজ শর্ট ডেস্ক: প্রযুক্তির (Technology) দৌলতে কত কিছুই না হচ্ছে আজকাল! এবার তেমনই মুশকিল আসনে বাজারে এসে গেল এক উন্নতমানের হাত ঘড়ি। তবে এ কিন্তু যে সে হাতঘড়ি নয়। এই স্মার্ট ওয়াচের (Smart Watch) সাহায্যে নিমেষের মধ্যেই জানা যাবে রক্তচাপ (BP) এবং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG)-এর রিপোর্ট।
ভারতে প্রথম Samsung Galaxy Watch 6 সিরিজ লঞ্চ করেছে। এটি এমন একটি ঘড়ি যাতে ওভার দ্য এয়ার অর্থাৎ OTA সাপোর্ট করে। এই ঘড়িতেই থাকবে স্যামসাং হেলথ মনিটর বিপি এবং ইসিজি ট্র্যাকিং ফিচার। যার সাহায্যে, খুব সহজেই পাওয়া যাবে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য। এখন প্রশ্ন হল এই ঘড়ির দাম কত? জানা যাচ্ছে ভারতের বাজারে এই ঘড়ির দাম ২১,৯৯৯ টাকা।
এছাড়াও আর কী কী ফিচার আছে?
ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের দেওয়া Samsung-এর এই স্মার্ট ওয়াচের এই ফিচারটির সাহায্যে, বাড়ি বসেই হাত ঘড়ির সাহায্যে বিপি, কিংবা ইসিজি চেকআপের সুবিধা পেয়ে যাবেন। Samsung Galaxy Watch 6 ব্যবহারকারীরা Galaxy Store থেকে Samsung Health Monitor অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এরপর সহজ কিছু নির্দেশ মেনে BP এবং ECG পরিমাপ করা যাবে।
পেঅসঙ্গত এই দুটি ফিচারই পাওয়া যাবে Galaxy Watch 4 এবং Galaxy Watch 5 সিরিজেও। জানা যাচ্ছে, গ্যালাক্সি ওয়াচটি একটি ফটোপ্লেথিসমোগ্রাম (পিপিজি) সেন্সর দিয়ে তৈরি করা হয়েছে। যা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের পাশাপাশি পালস রেট-ও রেকর্ড করতে পারে এবং স্বয়ংক্রিয় ভাবেই সমস্ত তথ্য স্যামসাং হেলথ মনিটর অ্যাপে রেকর্ড করতে পারে।
আরও পড়ুন: শুধু লাগবে টমেটো, এই ব্যবসায় ইনকাম দেখলে বনবন করে ঘুরবে মাথা
এই স্মার্টওয়াচ কীভাবে ব্যবহার করবেন?
প্রথমে গ্যালাক্সির স্মার্টফোনের সঙ্গে গ্যালাক্সি ওয়াচ পেয়ার করুন। তাই মন রাখতে হবে, স্যামসং গ্যালাক্সির মোবাইল ফোন ছাড়া কিন্তু এই স্মার্ট ওয়াচ কানেক্ট করা যাবে না,
ডিভাইস দুটি কানেক্ট হওয়ার পর ঘড়িটি হাতের কব্জিতে পড়তে হবে,
এরপর স্যামসং হেলথ মনিটর অ্যাপ ওপেন করতে হবে,
এবার ECG রিডিং নেওয়ার জন্য অন্য হাতের আঙুল গুলিকে গ্যালাক্সি ওয়াচের উপরের বোতামে ৩০ সেকেন্ডের জন্য আলতো করে রাখতে হবে,
ECG ডেটা গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে সিঙ্ক করা হয়। এরফলে মোবাইল থেকেই ECG-র PDF রিপোর্ট পাওয়া যাবে।