Star Jalsha

anita

Star Jalsha: TRP’র কাছে হেরে গেল জনপ্রিয়তা! সিরিয়াল শেষ হওয়ায় কেঁদে ভাসালেন স্টার জলসার এই নায়িকা

নিউজ শর্ট ডেস্ক: সিরিয়াল যতই জনপ্রিয় হোক না কেন! শেষ পর্যন্ত টিআরপি’র (TRP) কাছে হেরে যায় সব গল্পই। একথা প্রমাণিত হল আরও একবার। কানাঘুঁষো শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে সত্যি হল জল্পনা। নতুন সিরিয়াল  বঁধুয়া (Badhua) আসতেই শেষ হয়ে গেল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)।  

   

হ্যাঁ, ঠিকই শুনছেন। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় বেজায় মন খারাপ ভক্তদেরও।গত বছরের ১২ই জুন টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুর হয়েছিল এই ধারাবাহিকের। কিন্তু এক বছর পার হওয়ার আগেই মাত্র ৮ মাসেই এই ধারাবাহিক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এত অল্প দিনে সিরিয়াল শেষ হওয়ায় মন খারাপ প্রধান নায়িকা সন্ধ্যা অর্থাৎ অভিনেত্রী অণ্বেষা হাজরার (Annwesha Hazra)। 

তাই এদিন একটি আবেগঘন ফেসবুক পোস্টে পর্দার সন্ধ্যা অভিনেত্রী অণ্বেষা লিখেছেন, ‘আজ ‘সন্ধ্যাতারা’ দূরদর্শনে শেষবারের মতো সম্প্রচারিত হবে। আমায় বলতে বললে, আমি বালতি বালতি বলতে পারি, কিন্তু লেখাটা একটু ‘মিয়াউওওওওওওওওও’ হয়ে যায়। আমার কাছে প্রতিটি কাজ সিঁড়িতে ওঠা। কিন্তু কিন্তু কিন্তু আমি খুব মিস করছি আমার টিম কে।’

Sandhyatara

আরও পড়ুন: দর্শকদের অপেক্ষার অবসান! আবার স্টার জলসার পর্দায় একসাথে প্রতীক-সোনামণি

সেইসাথে অভিনেত্রীর আরও সংযোজন, ‘প্রতিটা প্রজেক্টের যাত্রা যত দিনের হোক না কেন, প্রত্যেকটা কাজের শেষে আমার সবচেয়ে বড় পাওনা হল সবার সাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করতে পারাটা। আর আপনারা যারা প্রতিদিন আমাদের দেখেন,বলাই বাহুল্য যে কোন চ্যানেলের প্রতিটা মেগাই, প্রতিটা কাজ শুধু মাত্র আপনাদেরই জন্য। এইভাবেই আমাদের পাশে থাকবেন।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,অণ্বেষা হাজরা,শেষ,End,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ,Annwesha Hazra

সবশেষে অভিনেত্রী এদিন কৃতজ্ঞতা জানিয়েছেন এই সিরিয়ালের লেখিকাকেও। তাঁর উদ্দেশ্যেও এদিন অভিনেত্রী লিখেছেন ‘আর বলতেই হয় লাস্ট বাট নট দা লিস্ট ‘দি সাহানা’, পাপান, বড় হুলি, চিম চিম দি, গুড্ডি দি, সৈকত দা আই লাব উ তোমাদের। স্টার জলসাকে আমার অনেক অনেক ভালোবাসা। আপাতত বাই বাই, টাটা…. Fir Milenge chalte chalte।’