এবার সিনেবাপ(Cinebap) এবং বং গাইয়ের(Bong Guy) যুদ্ধ নিয়ে মুখ খুললেন আরেক জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা(Sandy Saha)। বর্তমানে সিনে বাপ এবং বং গাইয়ের ঝামেলা নিয়ে বেশ সরগরম এখন নেটপাড়া। চুলোচুলি শুধু মাত্র এই দুই ইউটিউবারের মধ্যেই আটকে নেই, তা ইতিমধ্যেই পৌঁছে গেছে তাদের ভক্তবৃন্দের মধ্যেও। মিমে ঢেকে গিয়েছে নেট দুনিয়া। এমতাবস্থায় মৌনতা ভেঙে নিজের মতামত ব্যক্ত করলেন স্যান্ডি সাহা।
প্রসঙ্গত, ঝামেলা শুরু হয় ‘দাদাগিরি’ তে ইউটিউবারদের অংশগ্রহণ করা নিয়ে। দিন কয়েক আগে ফেসবুক, ইউটিউবের এরকমই কিছু বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটরদের দাদাগিরিতে ডাকা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বং গাই কিরণ দত্ত, ঝিলাম গুপ্ত, দূর্বা দে, গৌরব তপাদার, তালপাতার সেপাই, জিরোওয়াট। এই অনুষ্ঠান মানুষ যথেষ্ট পছন্দ করলেও সমস্যা বাঁধে অন্য জায়গায়।
বাংলার বেশ কিছু ইউটিউবার এই দিন স্থান পাননি এই অনুষ্ঠানে। এরপরই শুরু হয় দক্ষিণ বঙ্গ এবং উত্তর বঙ্গ তরজা। আর এই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে বিভেদের বিতর্ক উসকে দিয়েছেন সিনেবাপ মৃন্ময় দাস। তার একটি ভিডিওতে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সরাসরি না হলেও ঘুরিয়ে কিরণ দত্তকে তিনি অপমানও করেছেন। এরপরই তার এই ভিডিওর পাল্টা জবাব দেয় বং গাই অর্থাৎ কিরণ। পারতপক্ষে শুরু হয়ে যায় বাকযুদ্ধ। ইউটিউব কমিউনিটির অনেকেই নিজেদের মতো করে পক্ষ নিয়ে নিয়েছেন। চলছে আক্রমণ-প্রতি আক্রমণ। এমতাবস্থায় দুই ইউটিউবারের এই ঝগড়ার মধ্যস্ততা করতে এগিয়ে এলেন স্যান্ডি সাহা।
স্যান্ডির কথায় “দাদাগিরির এপিসোডে তো আমাকেও ডাকেনি। আরও অনেককেই তো ডাকেনি। কিন্তু, উত্তর এবং দক্ষিণবঙ্গ নিয়ে যে ঝগড়াটা সিনেবাপ করছে, সেটা একেবারেই ঠিক নয়। আমি সত্যিই বিষয়টিকে একেবারেই সমর্থন করছি না। ডাকেনি বলে ওর খারাপ লেগেছে হয়তো। কিন্তু এমন অনেক শো রয়েছে, যেখানে আমাদের ডাকে কিন্তু বাকিদের ডাকে না।” স্যান্ডির আরও সংযোজন, না বুঝেই গোটা বিষয়টি নিয়ে বাচ্চাদের মতো আচরণ করছে মৃন্ময়। বাংলায় এতো কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে সকলকেই তো একটা অনুষ্ঠানে ডাকা সম্ভব নয় বলে মন্তব্য তার।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্যান্ডি জানিয়েছেন, ডাকেনি বলে ওর খারাপ লেগেছে হয়তো। কিন্তু এমন অনেক শো রয়েছে, যেখানে তাকে আর সিনেবাপকে ডাকা হয়েছে কিন্তু বাকিদের ডাকা হয়নি। সবটাই নির্ভর করছে চ্যানেল কর্তৃপক্ষের উপর।
সিনে বাপ শুধু কিরণ নয়, দাদাগিরিতে অংশ নেওয়া বাকি ক্রিয়েটরদেরও কটাক্ষ করেছিলেন। এই প্রসঙ্গে স্যান্ডি জানিয়েছেন যে, সিনেবাপের “বাকি ক্রিয়েটাররা তেল দিয়ে দাদাগিরিতে গিয়েছে” এই মন্তব্যকে তিনি একেবারেই সমর্থন করেননা। ঝিলম গুপ্ত থেকে শুরু করে যাদের ডাকা হয়েছিল, তারা প্রত্যেকেই নিজেদের যোগ্যতায় আজ এই জায়গায় পৌঁছেছে।
তবে কি কিরণ দত্তের হয়েই কথা বলবেন স্যান্ডি সাহা? এই প্রশ্নের জবাবে স্যান্ডির সংযোজন, কিরণের দেওয়া জবাব তার যুক্তিপূর্ণ মনে হয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে আলাদা করে কোনো কন্টেন্ট বানাতে নারাজ তিনি। তার মতে, তাহলে সবাই ভাববে কিরণকে তেল দিচ্ছেন তিনি, যা তিনি একেবারেই করেছেন না।