দুদিন হল একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে হতবাক হয়ে গেছেন অনেকেই। মেদিনীপুর লোকাল ট্রেনে সকালবেলা ঘটে গেলো চরম নোংরামি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে,লেডিস কম্পার্টমেন্ট উঠে এক যুবক প্রকাশ্যে অসভ্যতামি করার চেষ্টা করছে। কখনো মহিলা যাত্রীর ছিনিয়ে নেবার চেষ্টা করছে কখনো আবার চেষ্টা করছে গায়ে হাত দেওয়ার। এমনই কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ করে সকলের সামনে নিজের পুরুষাঙ্গ বের করে অশ্লীল ইঙ্গিত করে ওই যুবক। এমন চরম অসভ্যতা হতে দেখে ভয় পেয়ে যান উপস্থিত সকলে।
পরের স্টেশনে গাড়ি থামতে না থামতেই আশেপাশে উপস্থিত সকলে তেড়ে আসে। ওই ব্যক্তিকে জোর করে নামিয়ে নেওয়া হয় ট্রেন থেকে এবং মারধর করা হয়। ঘটনাস্থলে চলে আসে জিআরপি এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ভিডিওটি ভাইরাল হতে না হতেই বহু মানুষ এই ঘটনার নিন্দা করেছেন। এবার ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ করতে দেখা গেল ইউটিউবার স্যান্ডি সাহাকে।
যুবকের শাস্তি চেয়ে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে নেটিজেনদের একাংশ। এবার নিজের মতামত জানালেন স্যান্ডি সাহা। একটি লাইভ ভিডিও পোস্ট করে স্যান্ডি সাহা বলেন,”কিভাবে কেউ এটা করতে পারে ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। দিন দুপুরে এই কাজ করা রীতিমতো ভয়ানক। দয়া করে আপনারা স্টেপ নিন, যাতে এই রকম সমস্যা কোনদিন না হয়। প্রত্যেকটি মহিলা কামরায় একজন করে পুলিশ মোতায়েন করা উচিত”।
স্যান্ডি আরও দাবি করেছেন, “পাবলিক প্লেসে নিজে তিনি এইরকম ঘটনার সম্মুখীন হয়েছেন আগে। অনেকেই হয়তো দাবি করেছেন ওই যুবক মানসিকভাবে অসুস্থ কিন্তু অনেকে ইচ্ছা করে এই সমস্ত কাজ করে পাগল সাজে”। তাই অবিলম্বে ওই যুবকের শাস্তি হওয়া উচিত বলেই মনে করেন স্যান্ডি সাহা। সঙ্গে সকল মহিলার কাছে তিনি অনুরোধ করেছেন, “এমন কোন অসভ্যতামি দেখে চুপ না করে থাকতে। সকলে একজোট হয়ে প্রতিবাদ জানাতে। একসাথে প্রতিবাদ না করলে এই ঘটনা আরো বেড়ে যাবে বলেই মনে করেন স্যান্ডি সাহা”।